TRENDING:

Delhi air pollution: জোড়-বিজোড় নিয়মে চলবে গাড়ি, বন্ধ স্কুল! দূষণে বিধ্বস্ত দিল্লিতে জোড়া সিদ্ধান্ত আপ সরকারের

Last Updated:

দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, ২০ নভেম্বরের পরেও জোড়- বিজোড় নিয়মে যান চলাচল করবে কি না, তা পরে খতিয়ে দেখা হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: দূষণের কোপ থেকে দিল্লিকে কিছুটা বাঁচাতে ফের পরীক্ষিত ফর্মুলাতেই আস্থা রাখল অরবিন্দ কেজরীওয়াল সরকার৷ আবারও জোড়-বেজোড় নিয়মে দিল্লিতে যান চলাচল ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে৷ আগামী ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে৷ যার অর্থ জোড় সংখ্যার তারিখগুলিতে শুধুমাত্র জোড় সংখ্যা দিয়ে শেষ হওয়া নম্বরের গাড়িগুিল িদল্লির রাস্তয় নামতে পারবে৷ আবার বিজোড় সংখ্যার তারিখগুলিতে পথে নামবে বিজোড় সংখ্যার গাড়ি৷
দূষণের চাদরে দিল্লি৷ ছবি- পিটিআই
দূষণের চাদরে দিল্লি৷ ছবি- পিটিআই
advertisement

এর পাশাপাশি দিল্লি সরকার আরও সিদ্ধান্ত নিেয়ছে, দূষণের মাত্রা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দশম এবং দ্বাদশ শ্রেণি বাদে অন্যান্য পড়ুয়াদের জন্য স্কুল বন্ধ রাখা হবে৷ এতদিন শুধুমাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলগুলিতে পঠনপাঠন বন্ধ রাখা হচ্ছিল৷

আরও পড়ুন: ৬ মাসে ২১ কোটি আয় সব্জি বিক্রেতার! তারপর হঠাৎ ধরল পুলিশ, কী করছিল সে জানেন?

advertisement

গত প্রায় এক সপ্তাহ ধরে দিল্লি ঘন দূষণের চাদরে ঢাকা পড়ে রয়েছে৷ তবে দিল্লিবাসীর কাছে এই পরিস্থিতি নতুন নয়৷ গত কয়েক বছর ধরে শীত পড়তে না পড়তেই দিল্লির বাতাসে দূষণের মাত্রা উদ্বেগজনক ভাবে বেড়ে গিয়েছে৷ দূষণ গ্রাস করেছে দিল্লির বায়ুমণ্ডলকে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, ২০ নভেম্বরের পরেও জোড়- বিজোড় নিয়মে যান চলাচল করবে কি না, তা পরে খতিয়ে দেখা হবে৷ পাশাপাশি, দূষণ রুখতে দিল্লিতে ডিজেল চালিত ট্রাকের প্রবেশ বন্ধ করা হয়েছে৷ নির্মাণ কাজও বন্ধ রাখা হচ্ছে৷ বিএস ৩ এবং বিএস ৪ মানদণ্ডের ডিজেল চালিত যানবাহনের চলাচলের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi air pollution: জোড়-বিজোড় নিয়মে চলবে গাড়ি, বন্ধ স্কুল! দূষণে বিধ্বস্ত দিল্লিতে জোড়া সিদ্ধান্ত আপ সরকারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল