TRENDING:

Air Pollution: একটা তো পশ্চিমবঙ্গেই! ভারতে রয়েছে ৫ শহর, AQI ৫০-এরও কম! দিল্লির দূষণে একেবারে উল্টো ছবি এখানে

Last Updated:

তবে, জানেন কি, ভারতে এমনও শহর রয়েছে, যার AQI ঠিক এই সময়ে দাঁড়িয়ে ৫০-এরও নীচে৷ অর্থাৎ, দূষণ প্রায় নেই বললেই চলে৷ স্বচ্ছ, তরতাজা, ফুরফুরে অক্সিজেন যুক্ত হাওয়া বইছে যেখানে৷ এমন শহরের তালিকায় পশ্চিমবঙ্গের এক শহরেরও নাম রয়েছে কিন্তু৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

শীতকাল আসার সাথে সাথে, ধোঁয়ার চেনা কুয়াশা আবারও দিল্লিকে ঢেকে ফেলে, যার ফলে AQI-এর মাত্রা বিপজ্জনক উচ্চতায় পৌঁছেছে। রাজধানীর বায়ু মানের সূচক বর্তমানে ৩৭০ ছাড়িয়ে গিয়েছে৷ ক’দিন আগেও যে সূচক পৌঁছে গিয়েছিল ৭০০-র উপরে৷ দমবন্ধ দূষণ থেকে বাঁচতে কোটি কোটি টাকা খরচ কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা করেছিল দিল্লি সরকার৷ পরিবেশবিদেরা বলছেন, দিল্লির বাতাসে শ্বাস নেওয়ার অর্থ পর পর সিগারেট খেয়ে যাওয়া৷ সম্প্রতি বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে খারাপ AQI-এর দৃষ্টান্ত সামনে এসেছে মুম্বই থেকেও৷

advertisement

তবে, জানেন কি, ভারতে এমনও শহর রয়েছে, যার AQI ঠিক এই সময়ে দাঁড়িয়ে ৫০-এরও নীচে৷ অর্থাৎ, দূষণ প্রায় নেই বললেই চলে৷ স্বচ্ছ, তরতাজা, ফুরফুরে অক্সিজেন যুক্ত হাওয়া বইছে যেখানে৷ এমন শহরের তালিকায় পশ্চিমবঙ্গের এক শহরেরও নাম রয়েছে কিন্তু৷

advertisement

aqi.in থেকে প্রাপ্ত রিয়েল-টাইম তথ্য অনুসারে (৭ নভেম্বর বিকাল ৩:৫০ পর্যন্ত), এই পাঁচটি ভারতীয় শহর যেখানে AQI ৫০ এর নীচে ছিল৷ প্রথমেই হল কেরলের তিরুঅনন্তপুরম৷ AQI-এর মাত্রা মাত্র ৪৭৷

advertisement

তারপরেই সিকিমের গ্যাংটক, AQI ৪৪৷ এরপরেই রয়েছে অসমের গুয়াআটি, AQI ৪২৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূষণমুক্ত করবে বায়ু, আবার দূষিত কার্বন থেকেও হবে লাভ! দুই ছাত্রী তৈরি করল অভিনব মডেল
আরও দেখুন

স্বচ্ছ দূষণহীন বাতাসের নিরিখে এরপরেই রয়েছে মেঘালয়ের রাজধানী শিলং৷ AQI ২৬৷ আর সবচেয়ে দূষণমুক্ত শহর রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গেই৷ তার নাম দার্জিলিং৷ এখানে AQI মাত্র ২২৷

বাংলা খবর/ খবর/দেশ/
Air Pollution: একটা তো পশ্চিমবঙ্গেই! ভারতে রয়েছে ৫ শহর, AQI ৫০-এরও কম! দিল্লির দূষণে একেবারে উল্টো ছবি এখানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল