যমুনায় দূষণের মাত্রা বেড়ে যাওয়ায়, বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করেছেন যে ফেনার পিছনে আসল কারণ হল তাঁর দলের দুর্নীতি। তিনি বলেন, “এখন ছট পুজোর আগে রাসায়নিক ডিফোমার ছিটিয়ে দিচ্ছে… দিল্লিকে গ্যাস চেম্বার করার জন্য অরবিন্দ কেজরিওয়াল দায়ী।”
advertisement
সূত্রের খবর, দীপাবলি উদযাপনের পরেই রাজধানীর অবস্থা করুণ। আলোর উত্সবের সময় আতশবাজির নিষেধাজ্ঞা উপেক্ষা করেছিলেন অনেকেই, সে কারণেই দিল্লি শুক্রবার বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসাবে তালিকার শীর্ষে রয়েছে।
আরও পড়ুন-কয়েক পা হাঁটলেই ক্লান্ত হয়ে পড়ছেন? সিঁড়ি ভাঙতে কষ্ট? সাবধান…! কীসের উপসর্গ? জেনে নিন
বায়ুর গুণমান বিপজ্জনক স্তরে পৌঁছেছে বলেই খবর। উৎসবের পর, ঘন ধোঁয়ায় মুখ ঢেকেছে রাজধানী, অনেক অংশে পুরু কুয়াশা। বায়ুর গুণ মানের সূচক 348-এ দাঁড়িয়েছে। স্থানীয় সরকারি আধিকারিকরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিষিদ্ধ করেছিলেন বাজি। কিন্তু জেলের হুমকি সত্ত্বেও এই ব্যবস্থা কার্যকর করতে বেগ পেতে হয়েছে।
জানা যায়, উত্তর ভারতের খামারগুলিতে বর্জ্য পোড়ানোর কারণেও এই শীতের আগের কুয়াশা রাজধানী ঢেকে ফেলে। প্রতি বছর শীতের শুরুতে দিল্লির এই দূষণ নানা উৎস থেকে আসে বলেই দাবি বিশেষজ্ঞদের।