TRENDING:

Jahangirpuri Violence: জাহাঙ্গিরপুরীতে তৃণমূল সাংসদদের ঢুকতে বাধা, অন্য দলকে অনুমতি, অভিযোগ মারাত্মক

Last Updated:

নদিয়ার হাঁসখালির ধর্ষণ কাণ্ড বা বীরভূমের বগটুইয়ের হিংসার ঘটনাতেও রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠানো হয়েছিল বিজেপি-র তরফে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকায় গিয়েও ঢুকতে পারলেন না তৃণমূল সাংসদরা৷ শুধু তাই নয়, অন্যান্য দলের প্রতিনিধিদের জাহাঙ্গিরপুরী এলাকার যে পর্যন্ত যেতে দিচ্ছে পুলিশ, তৃণমূল সাংসদদের তার অনেক আগে আটকে দেওয়া হয় বলেও অভিযোগ৷ পুলিশের বাধা পেয়ে ফিরে আসতে বাধ্য হন কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন পাঁচ সাংসদের প্রতিনিধি দল৷
জাহাঙ্গিরপুরীতে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷
জাহাঙ্গিরপুরীতে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷
advertisement

গোষ্ঠী সংঘর্ষে কয়েকদিন আগেই তীব্র উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লি জাহাঙ্গিরপুরী এলাকা৷ পরিস্থিতি খতিয়ে দেখতে এ দিন তৃণমূলের তরফে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জাহাঙ্গিরপুরী এলাকায় যায়৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের পাঁচ মহিলা সাংসদকে নিয়ে এই কমিটি তৈরি করা হয়৷ দলে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষ, অপরাজিতা পোদ্দার, শতাব্দী রায় এবং সাজদাহ আহমেদ ৷

advertisement

আরও পড়ুন: সামনে দাঁড়িয়ে রুখে দিচ্ছেন বুলডোজার, জাহাঙ্গীরপুরীর 'হিরো' এখন বৃন্দা কারাত!

জাহাঙ্গিরপুরী এলাকা কিছুটা শান্ত হওয়ার পরই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন৷ রাজনৈতিক নেতারা কোন পর্যন্ত যেতে পারবেন, তার নির্দিষ্ট সীমারেখা করে দিয়েছে দিল্লি পুলিশ৷ এ দিনও তৃণমূল সাংসদরা যে সময়ে জাহাঙ্গিরপুরীতে পৌঁছন, প্রায় একই সময়ে সেখানে পৌঁছন সিপিআই এবং সমাজবাদী পার্টির প্রতিনিধিরা৷

advertisement

আরও পড়ুন: এ মাসেই দিল্লি যাচ্ছেন মমতা, মোদির সঙ্গে থাকবেন একই অনুষ্ঠানে, শাহের সঙ্গেও বৈঠক?

অভিযোগ, বাকি দুই দলের নেতাদের পুলিশের তৈরি নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত যেতে দেওয়া হলেও তার প্রায় পাঁচশো মিটার আগেই তৃণমূল সাংসদদের আটকে দেওয়া হয়৷ তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার বলেন, 'চারপাশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে৷ পুলিশ মানুষকে মানুষ বলে মনে করছে না৷ কিন্তু এখানকার মহিলা, শিশুরা এসে আমাদের সঙ্গে কথা বলছেন৷ স্থানীয় মানুষই পিছনের রাস্তা দিয়ে আমাদের ভিতরে নিয়ে গিয়েছিলেন৷ খবর পেয়েই ঝাঁপিয়ে পড়েছে পুলিশ৷ এখানে জল নেই, কোনও পরিষেবা নেই বলে মানুষ অভিযোগ করলেন৷ যা শুনলাম, দেখলাম, সবই ফিরে গিয়ে দলনেত্রীকে জানাবো৷'

advertisement

প্রসঙ্গত, নদিয়ার হাঁসখালির ধর্ষণ কাণ্ড বা বীরভূমের বগটুইয়ের হিংসার ঘটনাতেও রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠানো হয়েছিল বিজেপি-র তরফে৷ তাঁদের অবশ্য আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে কথা বলতে দেওয়া হয়েছিল রাজ্য প্রশাসনের তরফে৷ সেই রিপোর্ট দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে জমা দিয়েছে বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি৷

সেরা ভিডিও

আরও দেখুন
শ্মশানের সামনে ভূত-প্রেতের নাচ! বছরের পর বছর ধরে চলছে গা ছমছমে রেওয়াজ
আরও দেখুন

এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, 'পশ্চিমবঙ্গে তৃণমূলের লুকনোর কিছু নেই৷ তাই ঘটনাস্থলে সবাই যেতে পারে৷ কিন্তু দিল্লিতে আটকানো হয়৷'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Jahangirpuri Violence: জাহাঙ্গিরপুরীতে তৃণমূল সাংসদদের ঢুকতে বাধা, অন্য দলকে অনুমতি, অভিযোগ মারাত্মক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল