TRENDING:

CID in Delhi: দিল্লির থানায় আটক বাংলার সিআইডি অফিসাররা, সংবিধান মনে করিয়ে ফুঁসে উঠছে তৃণমূল

Last Updated:

নয়াদিল্লির সাউথ ক্যাম্পাসে রামকৃষ্ণপূরম থানায় রাখা হয়েছে সিআইডি তদন্তকারীদের। (CID in Delhi)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : ঝাড়খণ্ডের ঘটনায় এক অভিযুক্তের বাড়িতে তল্লাশির জন্য আদালত থেকে পরোয়ানা নিয়ে দিল্লিতে এসে কার্যত আটক সিআইডি'র প্রতিনিধি দল। নয়াদিল্লির সাউথ ক্যাম্পাসে রামকৃষ্ণপূরম থানায় রাখা হয়েছে সিআইডি তদন্তকারীদের। বিজেপি ঘনিষ্ঠ সিদ্ধার্থ মজুমদার এর বাড়িতে তল্লাশি চালাতে এসেছিলেন তাঁরা। এই ঘটনার পর কলকাতা থেকে গোয়েন্দা বিভাগের দুই উচ্চপদস্থ আধিকারিক কে দিল্লিতে পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। যাদের মধ্যে একজন এডিজি এবং দুজন আইজি পদমর্যাদার অধিকারী করেছেন।
CID in Delhi
CID in Delhi
advertisement

ঝাড়খণ্ডের ঘটনার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে কলকাতায় বসে। হাওড়া থেকে টাকা নিয়ে যাওয়ার সময় কলকাতার পুলিশের হাতে দুজন বিধায়ক আটক হন। বিরোধীদের অভিযোগ, অপারেশন লোটাসের জন্যই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের সরকার ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। প্রসঙ্গত, উল্লেখ্য দিন দিন এক আগেই হাওড়ায় কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়। রাজ্যের শাসক দলের অভিযোগ, মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডেও সরকার ফেলে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে৷ এই পরিস্থিতির মধ্যে ঝাড়খণ্ডের শাসক দল কংগ্রেসের তিন বিধায়কের গাড়িতে থাকা বিপুল টাকা আসলে ঘোড়া কেনাবেচার জন্য দেওয়া হয়েছিল কি না, সেই আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী৷ পাশাপাশি, ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী ভূমিকা নেয়, তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃৃণমূল নেতৃত্ব৷

advertisement

আরও পড়ুন: TET উত্তীর্ণদের মিছিলে উত্তেজনা, বিধাননগরে পুলিশ-চাকরিপ্রার্থীদের ধুন্ধুমার

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাপে শাসক দল৷ এই পরিস্থিতিতে হাওড়ায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় নতুন অস্ত্র পেয়েছে তৃণমূল৷ হাওড়ার রানিহাটি মোড়ে জাতীয় সড়কের উপরেই ঝাড়খণ্ডের জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির গাড়ি থেকে লক্ষ লক্ষ নগদ টাকা উদ্ধার করে পুলিশ৷ ওই গাড়িতেই ঝাড়খণ্ডের আরও দুই কংগ্রেস বিধায়ক নমন বিক্সল এবং রাজেশ কচ্ছপ ছিলেন৷

advertisement

আরও পড়ুন: এ অর্পিতা সে অর্পিতা নয়, ক্যাশ কুইনের কান্না দেখে কষ্ট পাচ্ছেন ছেলেবেলার বন্ধু! অজানা তথ্যে চাঞ্চল্য

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

টাকা উদ্ধারের পরই তিন বিধায়ককে আটক করে পুলিশ৷ হাওড়ার পাঁচলা থানায় টাকা গোনার মেশিন এনে কত টাকা উদ্ধার হয়েছে, তা গোনা শুরু হয়৷ গভীর রাত পর্যন্ত যা শেষ হয়নি৷ তবে পুলিশের প্রাথমিক অনুমান, গাড়িতে প্রায় ৫০ লক্ষ টাকা ছিল৷ ওই তিন বিধায়ককেই টাকার উৎস নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ সূত্রের খবর, ওই তিন কংগ্রেস বিধায়ক জানিয়েছেন আদিবাসী এলাকায় বণ্টনের জন্য কলকাতার বড়বাজারে শাড়ি কিনতে ওই টাকা এনেছিলেন তাঁরা৷ এ দিন মন্দারমণি যাওয়ার পথে তাঁদের পুলিশ আটক করে৷ যদিও বিধায়কদের বয়ানে অসঙ্গতি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
CID in Delhi: দিল্লির থানায় আটক বাংলার সিআইডি অফিসাররা, সংবিধান মনে করিয়ে ফুঁসে উঠছে তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল