ঝাড়খণ্ডের ঘটনার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে কলকাতায় বসে। হাওড়া থেকে টাকা নিয়ে যাওয়ার সময় কলকাতার পুলিশের হাতে দুজন বিধায়ক আটক হন। বিরোধীদের অভিযোগ, অপারেশন লোটাসের জন্যই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের সরকার ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। প্রসঙ্গত, উল্লেখ্য দিন দিন এক আগেই হাওড়ায় কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়। রাজ্যের শাসক দলের অভিযোগ, মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডেও সরকার ফেলে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে৷ এই পরিস্থিতির মধ্যে ঝাড়খণ্ডের শাসক দল কংগ্রেসের তিন বিধায়কের গাড়িতে থাকা বিপুল টাকা আসলে ঘোড়া কেনাবেচার জন্য দেওয়া হয়েছিল কি না, সেই আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী৷ পাশাপাশি, ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী ভূমিকা নেয়, তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃৃণমূল নেতৃত্ব৷
advertisement
আরও পড়ুন: TET উত্তীর্ণদের মিছিলে উত্তেজনা, বিধাননগরে পুলিশ-চাকরিপ্রার্থীদের ধুন্ধুমার
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাপে শাসক দল৷ এই পরিস্থিতিতে হাওড়ায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় নতুন অস্ত্র পেয়েছে তৃণমূল৷ হাওড়ার রানিহাটি মোড়ে জাতীয় সড়কের উপরেই ঝাড়খণ্ডের জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির গাড়ি থেকে লক্ষ লক্ষ নগদ টাকা উদ্ধার করে পুলিশ৷ ওই গাড়িতেই ঝাড়খণ্ডের আরও দুই কংগ্রেস বিধায়ক নমন বিক্সল এবং রাজেশ কচ্ছপ ছিলেন৷
টাকা উদ্ধারের পরই তিন বিধায়ককে আটক করে পুলিশ৷ হাওড়ার পাঁচলা থানায় টাকা গোনার মেশিন এনে কত টাকা উদ্ধার হয়েছে, তা গোনা শুরু হয়৷ গভীর রাত পর্যন্ত যা শেষ হয়নি৷ তবে পুলিশের প্রাথমিক অনুমান, গাড়িতে প্রায় ৫০ লক্ষ টাকা ছিল৷ ওই তিন বিধায়ককেই টাকার উৎস নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ সূত্রের খবর, ওই তিন কংগ্রেস বিধায়ক জানিয়েছেন আদিবাসী এলাকায় বণ্টনের জন্য কলকাতার বড়বাজারে শাড়ি কিনতে ওই টাকা এনেছিলেন তাঁরা৷ এ দিন মন্দারমণি যাওয়ার পথে তাঁদের পুলিশ আটক করে৷ যদিও বিধায়কদের বয়ানে অসঙ্গতি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷