জওহারলাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার, উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্য-সহ ১০ জন জেএনইউ পড়ুয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে চার্জশিট পেশ করা হয়েছে ৷ সোমবার দিল্লির পাতিয়ালা কোর্টে চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশের বিশেষ সেল ৷ তদন্ত চলাকালিন আরও ৩৬ জনের উপরও নজর রেখেছিল পুলিশ ৷ এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ছাড়াও ছিলেন নিরাপত্তারক্ষীরাও ৷
advertisement
আরও পড়ুন: NRS কুকুর শাবক নিধন কাণ্ডে দোষীদের কড়া শাস্তির সুপারিশ
ঘটনার সূত্রপাত ২০১৬ সালের শুরুর দিকে ৷ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয় হয় ৷ সংসদ ভবনে হামলার মাস্টারমাইন্ড আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে একটি সভার আয়োজন করা হয়েছিল ৷ সেই সভা থেকেই ভারত বিরোধী স্লোগান ওঠে ৷ আর সেটি নিয়েও শুরু হয় জসঘোলা ৷ তিন জনকেই গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারিকে কেন্দ্র করেও বিতর্ক তৈরি হয় ৷ বিরোধীরা দাবি করেছিল পুলিশ বিজেপির হয়ে কাজ করছে ৷ যদিও পরে জামিন পান কানহাইয়ারা ৷