২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এই বিস্ফোরণের ঘটনায় অন্তত আট জনের মৃত্যুর খবর। ঘটনার পরই দিল্লিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। শুধু দিল্লি নয়, মুম্বই, কেরল এবং লখনউতেও কড়া নিরাপত্তা জারি।
আরও পড়ুন: নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে শতাধিক কর্মী নিয়োগ, মাসিক বেতন ৮৬,৯৫৫ টাকা! বিশদে জেনে আবেদন করুন
advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি, ‘আচমকা দেখলাম মানুষের পাঁজর রাস্তার উপর পড়ে রয়েছে। দৌড়ে গিয়ে পুলিশকে খবর দিই। যেতে গিয়ে দেখি রাস্তায় কার যেন কাটা হাত পড়ে রয়েছে। এ ভয়ঙ্কর দৃশ্য’। ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি, এনআইএ-এর দল। ইতিমধ্যেই আট জনের মৃত্যুর খবর মিলেছে।
আরও পড়ুন: যত দিন যাচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে হার্টের অসুখ! হৃদরোগ ঠেকাতে চিকিৎসক দেবী শেঠির জরুরি পরামর্শ জানুন
স্থানীয় সূত্রে খবর, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ধরে যায় গাড়িতে। সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
