TRENDING:

হরিয়ানার বিরুদ্ধে সুপ্রিমকোর্টে দিল্লি জলবোর্ড

Last Updated:

দিল্লি সরকারের অভিযোগের তির হরিয়াণার দিকে । দিল্লি জলবোর্ডের দাবি প্রতিদিন গড়ে ৪৫০ কিউসেক জল হরিয়াণার দিল্লি জলবোর্ডকে দেওয়ার কথা দেওয়ার কথা কিন্তু তার পরিবর্তে হরিয়াণা দিচ্ছে মাত্র ১২০ কিউসেকেরও কম জল ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দিল্লি সরকারের অভিযোগের তির হরিয়ানার দিকে । দিল্লি জলবোর্ডের দাবি প্রতিদিন গড়ে ৪৫০ কিউসেক জল হরিয়ানার দিল্লি জলবোর্ডকে দেওয়ার কথা কিন্তু তার পরিবর্তে হরিয়ানা দিচ্ছে মাত্র ১২০ কিউসেকেরও কম জল । ফলে জলের হাহাকারে বিপর্যস্ত হচ্ছে দৈনন্দিন জীবন ।
advertisement

পড়ুন : তিনিই আমার চলার পথের পাথেয়, মন কী বাতে আম্বেদকর প্রসঙ্গে প্রধানমন্ত্রী

এরই পরিপ্রেক্ষিতে দিল্লি জলবোর্ড সুপ্রিমকোর্টে মামলা দায়ের করেছে হরিয়ানার বিরুদ্ধে । প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে ডিভিশনাল বেঞ্চ বৈধতা গ্রহণ করে ২ এপ্রিল শুনানির দিন ধার্য করেছে ।

advertisement

বিস্তারিত জানতে পড়ুন : হুবহু মানুষের মত দেখতে বাঁদর, তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

দিল্লি জলবোর্ড আরও অভিযোগ করে ওজিরবাদ ওয়াটার প্ল্যান্ট প্রতিদিন ৪৫০ কিউসেক জল পাওয়ার কথা সেখানে তারা পাচ্ছে মাত্র ৩৩০ কিউসেক জল পাচ্ছে । তারই একটা বিপুল জল ঘাটতি তৈরি হয়েছে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সম্প্রতি দিল্লি হাইকোর্ট এক নির্দেশিকাতে হরিয়ানা সরকারকে মনে করিয়েছে ২০১৪ নির্দেশিকা অনুযায়ী যত কিউসেক জল দিল্লির পাওয়ার কথা সেই পরিমাণ জলই দিতে হবে ।

বাংলা খবর/ খবর/দেশ/
হরিয়ানার বিরুদ্ধে সুপ্রিমকোর্টে দিল্লি জলবোর্ড