হুবহু মানুষের মত দেখতে বাঁদর, তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

হাসির কোনও কারণ নেই, হাসি এক যোগ ব্যায়াম, বেশি হাসলে আয়ু বাড়ে, সাথে সাথে রক্ত সঞ্চালন ঠিকঠাক হয় শিরায়-উপশিরায় ৷ যদি এই কাণ্ড দেখেন হাসবেন আপনিও

#চিন: কেউ খেয়াল না করলে দূর থেকে মনে হবে যেন অবিকল একজন মানুষ দাঁড়িয়ে আছেন ৷ হয়তো যোগ্যতম উদবর্তনের সূত্রটির জ্বলন্ত উদাহরণ ৷
advertisement
সম্প্রতি চিনের সোশ্যাল মিডিয়া ভাইরাল তাই-আন-জেন চিড়িয়াখানায় এক বাঁদরের কাণ্ড-কীর্তি কেন্দ্র করে ৷ সৌজন্যে সিজিটিএন, ছবিতে দেখে মনে হচ্ছে একটি বাঁদর তার মাথায় কোন একধরনের কালো কাপড় জড়িয়ে আছে ৷ কখনও মনে হয়েছে মহিলারা মাথায় যেমন ওড়না জড়িয়ে রাখেন খানিকটা তেমনই, কখনও বা মনে হচ্ছে মাথায় কালো টুপি পরে আছে সেই দুষ্টু মিষ্টি নিরীহ প্রাণীটি ৷ আসলে তার সবটাই আসল প্রকৃতি প্রদত্ত, কৃত্রিমতার কোনও জায়গা নেই ৷
advertisement
হাসির কোনও কারণ নেই, হাসি এক যোগ ব্যায়াম, বেশি হাসলে আয়ু বাড়ে, সাথে সাথে রক্ত সঞ্চালন ঠিকঠাক হয় শিরায়-উপশিরায় ৷ এই কাণ্ড যদি দেখেন হাসবেন আপনিও, সে আয়ু বাড়ুক বা না বাড়ুক ৷ হাসি পাবেই পাবে ৷ তাই মুচকি না হেসে স্বহাস্যে বলুন -হাসছি মোরা হাসছি দেখো ৷
advertisement
সে বিজ্ঞান হোক বা অঙ্ক ৷ রোজকার কর্ম ব্যাস্ত জীবনের প্রবল চাপের ফাঁকে যদি একটু হাসির খোরাক জীবনকে কিছুটা আনন্দ দেয় তাতে ক্ষতি বা কী ? আমরা না হয় চেটেপুটে সেই খোরাকই গ্রহণ করলাম ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
হুবহু মানুষের মত দেখতে বাঁদর, তোলপাড় সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement