দিল্লি মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক অনুজ দয়াল বলেন, ‘‘ইন্দ্রলোক মেট্রো স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে৷ ওই মহিলার শাড়ি কোনও ভাবে মেট্রো রেলের দরজায় আটকে যায়৷ উনি গুরুতর আহত হন৷ দু’দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পরে শনিবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়৷’’ ঘটনার যথাযথ তদন্ত করা হবে বলে জানিয়েছেন মেট্রো রেলওয়ে সেফটি অফিসার৷
advertisement
আরও পড়ুন: রোজ রান্নায় খান ‘এই’ তেল! অথচ আমেরিকা-কানাডায় নিষিদ্ধ বিশেষ কারণে, দেখুন
মৃত মহিলা রিনার আত্মীয়, ভিকি জানিয়েছেন রিনা পশ্চিম দিল্লির নাংলোই থেকে মোহন নগরে যাচ্ছিলেন৷ সেই সময়ে দুর্ঘটনার মুখোমুখি হন। ভিকি বলেন, “ইন্দ্রলোক মেট্রো স্টেশনে পৌঁছে ট্রেন বদল করছিল, তখন ওর শাড়ি আটকে যায়। তারপরেই নীচে পড়ে যান। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সফদরজং হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার সন্ধ্যায়, তিনি মারা যান৷”
রিনার এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। তাঁর স্বামী প্রায় সাত বছর আগে গত হয়েছেন।