সম্প্রতি জাস্টিস ভর্মার দিল্লি বাংলোয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন শহরে উপস্থিত ছিলেন না বিচারপতি। পরিবারের লোকেরা দমকলকে খবর দেয়, আগুন নিভতেই একটি ঘর থেকে বেরিয়ে আসে বিপুল ক্যাশ টাকা। পুলিশের নিয়ম মোতাবেক, রিকভারিতে উল্লেখ করা হয় সেই বিপুল পরিমাণের টাকা। এত পরিমাণ হিসেব বহির্ভূত টাকার হদিশ এক হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার হতেই নড়ে চড়ে বসে সরকার। খবর যায় প্রধান বিচারপতির কাছে।
advertisement
আরও পড়ুন: দই তো গরমে সবাই খায়…, কিন্তু জানেন কি দই খাওয়ার সঠিক ‘নিয়ম’! এই ভুলটি করছেন না তো আপনিও?
যদিও এই সিদ্ধান্ত ঘিরে আইনজীবী মহলে চাপা গুঞ্জন শুরু হয়েছে। কত টাকা উদ্ধার হয়েছে তা অবিলম্বে প্রকাশ করার দাবি জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং। অনেকেই মনে করছেন, এ ধরনের গুরুতর অপরাধে ট্রান্সফারের সিদ্ধান্ত অত্যন্ত লঘু শাস্তি। সাধারণত, এ ধরনের অভিযোগ উঠলে অভিযুক্ত বিচারপতিকে অবিলম্বে পদত্যাগ করতে বলা হয়। তিনি পদত্যাগ না করলে সংসদের মাধ্যমে তাঁকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করা হয়। তার প্রথম পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট বিচারপতির বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেন প্রধান বিচারপতি।