TRENDING:

এ বার মদ মিলবে মেট্রো স্টেশনেই, দোকান খোলার অনুমতি কর্তৃপক্ষের

Last Updated:

দিল্লির মেট্রো স্টেশনগুলিতে দৈনিক যাত্রীর সংখ্যা অনেক! ফলে সেখানে মদ বিক্রি করলে রাজস্ব আদায় হবে প্রচুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এ বার মেট্রো স্টেশনই মদের দোকান। রাজস্ব বাড়াতে এবং চাহিদা মেটাতে অভিনব উদ্যোগ দিল্লি আবগারি দফতরের। দেশের রাজধানীতে ইতিমধ্যে ৬টি মেট্রো স্টেশনে মদের দোকান খোলার অনুমতি পাওয়া গিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, ভিড়ের এলাকায় বেশি মদ বিক্রির উদ্দেশ্যে এই পদক্ষেপ।
advertisement

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) ৬টির বেশি মেট্রো স্টেশনে মদের দোকান খোলার ছাড়পত্র দিয়ে দিয়েছে দিল্লি কনসিউমার্স কোঅপারেটিভ হোলসেল স্টোর লিমিটেডকে (DCCWS)। যেগুলির মধ্যে রয়েছে বদরাপুর, দ্বারকা, কারোলবাগ, রাজৌরি গার্ডেন এবং মুন্ডকার মতো মেট্রো স্টেশনগুলি। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যাতে আরও কয়েকটি স্টেশনে দোকান খোলার অনুমতি পাওয়া যায়।

advertisement

দিল্লির মেট্রো স্টেশনগুলিতে দৈনিক যাত্রীর সংখ্যা অনেক! ফলে সেখানে মদ বিক্রি করলে রাজস্ব আদায় হবে প্রচুর।

আরও পড়ুন: কোভিড ১৯ টিকাকরণে যুগান্তকারী! অনুমোদন পেল ভারত বায়োটেকের প্রথম Nasal Covid 19 Vaccine

ইতিমধ্যে বড় মেট্রো স্টেশনে দোকান খোলা হয়ে গিয়েছে। বাকিগুলিও তাড়াতাড়িই খুলে যাবে। আবগারি দফতরের আধিকারিক জানিয়েছেন, তাঁরা রাম এবং হুইস্কির দোকানের পাশাপাশি এমন কিছু দোকানকেও ছাড়পত্র দেওয়ার চেষ্টা করছেন, যেখানে কেবল ওয়াইন এবং বিয়ারের মতো মদ পওয়া যাবে।

advertisement

বিক্রি বাড়ানোর জন্য মদের দোকানের পাশাপাশি অন্যান্য জিনিসপত্রের দোকানও খোলা হবে বলে জানালেন আধিকারিক। অন্যান্য কর্পোরেশনকেও দোকান খোলার অনুমতি দেবে  দিল্লি মেট্রো রেল কর্পোরেশন।

আরও পড়ুন: টানা এগারো দিন বন্ধ বেশিরভাগ ট্রেন চলাচল, যাত্রীদের দুর্ভোগ চরমে

আধিকারিকের কথায়, ''দোকানগুলি যেন কমপক্ষে ৩০০ বর্গফুট জায়গা নিয়ে তৈরি হয়, তা নিশ্চিত করার চেষ্টা করছি আমরা। তবে কিছু ছোট দোকানকেও অনুমতি দেওয়া হচ্ছে জায়গা কম বলে।''

advertisement

আবগারি বিভাগের লক্ষ্য, সেপ্টেম্বরের মধ্যে শহর জুড়ে ৫০০টি মদের দোকান খোলা হবে। এবং বছর শেষ হওয়ার আগেই কমপক্ষে আরও ২০০টি দোকান খোলার পরিকল্পনা করেছে দফতর।

বাংলা খবর/ খবর/দেশ/
এ বার মদ মিলবে মেট্রো স্টেশনেই, দোকান খোলার অনুমতি কর্তৃপক্ষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল