TRENDING:

কানহাইয়া জাল ভিডিওকাণ্ডে ৩টি চ্যানেলের বিরুদ্ধে মামলা করবে দিল্লি সরকার

Last Updated:

কানহাইয়াকাণ্ডে জাল ভিডিও সম্প্রসার করার জন্য তিনটি নিউজ চ্যানেলের বিরুদ্ধে মামলা করতে চলেছে দিল্লি সরকার ৷ ফ্রেব্রুয়ারি মাসের ৯ তারিখ JNU ক্যাম্পাসে দেশ-বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠে ছাত্রনেতা কানহাইয়ার উপরে ৷ ঘটনার প্রমান হিসেবে ব্যবহার করা হয় কয়েকটি ভিডিও ক্লিপ ৷ ফরেন্সিক পরীক্ষার পর জানা যায় এর মধ্যে দুটি জাল ভিডিও ৷ দুটি ভিডিওতে স্লোগানগুলি আলাদা করে লাগানো হয়েছে ৷ ম্যাজিস্ট্রট রির্পোটে দাবি করা হয় কোনওরকম দেশবিরোধী স্লোগান ক্যাম্পাসে দেওয়া হয়নি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কানহাইয়াকাণ্ডে জাল ভিডিও সম্প্রসারণ করার জন্য তিনটি নিউজ চ্যানেলের বিরুদ্ধে মামলা করতে চলেছে দিল্লি সরকার ৷ ফ্রেব্রুয়ারি মাসের ৯ তারিখ JNU ক্যাম্পাসে দেশ-বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠে ছাত্রনেতা কানহাইয়ার উপরে ৷ ঘটনার প্রমান হিসেবে ব্যবহার করা হয় কয়েকটি ভিডিও ক্লিপ ৷  ফরেন্সিক পরীক্ষার পর জানা যায় এর মধ্যে দুটি জাল ভিডিও ৷ দুটি ভিডিওতে স্লোগানগুলি আলাদা করে লাগানো হয়েছে ৷ ম্যাজিস্ট্রট রির্পোটে দাবি করা হয় কোনওরকম দেশবিরোধী স্লোগান ক্যাম্পাসে দেওয়া হয়নি ৷ এরপরই এই পদক্ষেফ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার ৷
advertisement

কয়েকদিন আগে একটি ভিডিওয়ে কয়েকজনকে দেশবিরোধী স্লোগান দিতে সোনা যায় ৷ ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় দেশজুড়ে বিতর্ক ৷তবে পরে অবশ্য প্রমান হয়ে যায়  ফেব্রুয়ারি ৯ ও ১১ তারিখের দুটি ভিডিও জাল ৷ সূত্রের খবর, একটি সংবাদমাধ্যমের প্রতিনিধিকে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আয়োজিত একটি সভায় ডেকে পাঠায় বিজেপির যুব মোর্চা ABVP ৷ সূত্রের তরফে আরও জানানো হয়েছে ম্যাজিস্ট্রেট অফিসে সেই ভিডিও জমা দেওয়া কথা বলা হলেও তারা জমা দেয়নি ৷  গত ১৩ ফেব্রুয়ারি প্রমাণ হিসেবে ব্যবহৃত ভিডিও ক্লিপগুলির ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ দুটি ভিডিওতে স্লোগানগুলি আলাদা করে লাগানো হয়েছে বলে প্রমান হয় পরীক্ষায় ৷ এরপর থেকেই বিপাকে পড়েছে দিল্লি পুলিশ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
কানহাইয়া জাল ভিডিওকাণ্ডে ৩টি চ্যানেলের বিরুদ্ধে মামলা করবে দিল্লি সরকার