পরিবেশ ও বন বিভাগ পরিবেশ (সংরক্ষণ) আইন, ১৯৮৬-এর ধারা ৫ অনুযায়ী এই আদেশ জারি করেছে। দেশজুড়ে ক্রমবর্ধমান দূষণ মাত্রার মধ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে।
দিল্লির বায়ুর মান শীতের মাসজুড়ে ক্রমশ খারাপ হচ্ছে। PM2.5 ও PM10–এর মাত্রা বারবার নিরাপদ সীমা অতিক্রম করছে। ১৯৮৭ সালে বায়ুদূষণ নিয়ন্ত্রণ এলাকা ঘোষণার পর থেকে দিল্লি এয়ার কোয়ালিটি মেন্টেইন কমিশন (CAQM)–এর নির্দেশে অক্টোবর থেকে ধাপে ধাপে কড়াকড়ি করছে।
advertisement
বিধিনিষেধ জারি করা হয়েছে সুপ্রিম কোর্টে ১৭ ও ১৯ নভেম্বর MC Mehta বায়ুদূষণ মামলার শুনানির পর। অফিসগুলোকে মাত্র ৫০% কর্মী নিয়ে অন–সাইট কাজ সারতে হবে।
হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, দমকল বিভাগ, কারাগার, গণপরিবহন, বিদ্যুৎ ও জলবিভাগ, পরিচ্ছন্নতা সংস্থা, দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট এবং দূষণ নিয়ন্ত্রণ বা বাস্তবায়নে যুক্ত সংস্থাগুলোর উপর এই ৫০% উপস্থিতির সীমা প্রযোজ্য হবে না। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হচ্ছে এবং GRAP স্টেজ III–এর পুরো সময়জুড়ে থাকবে।
আরও পড়ুন- ‘সহযাত্রী আমার গায়ে থুতু ফেলল’! ভারতে ট্রেন যাত্রায় অস্বস্তিকর অভিজ্ঞতা ব্রিটিশ ভ্লগারের
জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ উপ-কমিশনার এবং স্থানীয় নাগরিক সংস্থাগুলোকে সমস্ত সরকারি ও বেসরকারি কর্মস্থলে কঠোরভাবে এই নিয়ম মানা হচ্ছে কি না তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
