সেদিন শেষ হাসি কার থাকবে? সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় গোটা দেশ। ২০১৫ ও ২০২০ সালে দিল্লিতে বিধানসভা ভোটে জিতেছিল আপ। নির্বাচনী ময়দানে হ্যাটট্রিকের লড়াইয়ে এবার একলা চলার নীতি নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি বিধানসভা ভোটে আবার ৭০ আসনেই প্রার্থী দিয়েছে জোট শরিক কংগ্রেসও। কিন্তু কংগ্রেসকে নয়, ‘স্থানীয় দল’কেই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি।
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কে কত আসন পেতে পারে দিল্লিতে:
Matrize-এর এক্সিট পোল অনুযায়ী, বিজেপি পেতে পারে ৩৫-৪০ আসন, আপ পেতে পারে ৩২-৩৭ আসন, কংগ্রেস পেতে পারে ০-১ আসন।
পোল ডাইরি-র এক্সিট পোল অনুযায়ী, বিজেপি পেতে পারে ৪২-৫০ আসন, আপ পেতে পারে ১৮-২৫ আসন, কংগ্রেস পেতে পারে ০-২ আসন।
Chanakya’s-এর এক্সিট পোল অনুযায়ী, বিজেপি পেতে পারে ৩৯-৪৪ আসন, আপ পেতে পারে ২৫-২৮ আসন, কংগ্রেস পেতে পারে ২-৩ আসন।
পি-মার্ক এক্সিট পোল অনুযায়ী, বিজেপি পেতে পারে ৩৯-৪৯টি আসন, আপ পেতে পারে ২১-৩১ আসন। কংগ্রেস পেতে পারে ০-১ আসন।
প্রসঙ্গত, ২০১৫ ও ২০২০ বিধানসভা নির্বাচনের সময় এক্সিট পোলগুলি দিল্লিতে জয়লাভ করবে আম আদমি পার্টি। বাস্তবেও দেখা যায়, দুই ক্ষেত্রেই আপ’ই জিতেছিল। ২০১৫ সালে আপ জিতেছিল ৬৭ আসনে। ২০২০ সালে আসনসংখ্যা সামান্য কমে হয় ৬২। এবার অবশ্য অন্য কথা বলছে এক্সিট পোল। প্রায় সব এক্সিট পোলের মতেই এবার জিততে চলেছে বিজেপি।