গত পয়লা ফেব্রুয়ারি শাহিনবাগে গুলি চালায় কপিল গুজ্জর নামে এক যুবক৷ সেই ঘটনায় কপিলকে গ্রেফতার করে দিল্লি পুলিশ৷ এই ঘটনায় ডিসিপি রাজেশ দেও সংবাদ সংস্থাকে বলেন, 'আমরা কপিলের ফোন থেকে কিছু ছবি পেয়েছি তদন্ত চলাকালীন৷ কপিল স্বীকার করেছে, সে ও তার বাবা ২০১৯ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ আপ-এ যোগ দেয়৷'
ঘটনায় কপিল গুজ্জরের যোগদান নিয়ে দাবি উড়িয়ে দিয়ে আপ জানায়, কপিল বা তার বাবা কোনও দিনই আপ-এর সদস্য ছিল না৷ একই সঙ্গে রাজেশ দেও-র বিরুদ্ধে পদক্ষেপ করার জন্যও নির্বাচন কমিশনের কাছে আর্জি জানায় আপ৷ রাজেশকে আইনি নোটিস পাঠিয়েছে আপ৷ আপ-এর মুখপাত্র সঞ্জয় সিংয়ের কথায়, 'এই প্রথম দেশে এরকম ঘটল, একজন ডিসিপি বলছেন, পুলিশ একটি রাজনৈতিক দলের ভূমিকা খতিয়ে দেখবে৷ পুলিশ তো বিজেপি-র হাতের পুতুল হয়ে গিয়েছে৷'
advertisement
সেই ঘটনায় আজ অর্থাত্ বুধবার ডিসিপি রাজেশ দেওর বিরুদ্ধে পদক্ষেপ করল কমিশন৷ দিল্লি পুলিশের কমিশনারকে চিঠি দিয়ে কমিশন নির্দেশ দিয়েছে, ডিসিপি রাজেশ দেওকে নির্বাচন সম্পর্কিত কোনও কাজে নিয়োগ করা যাবে না৷ ডিসিপি-র ওই বয়ানকে 'অপ্রীতিকর বিবৃতি'-ও আখ্যা দিয়েছে কমিশন৷