TRENDING:

‘আপনার একটা ভোটই ঠিক করে দেবে আপনি ভারতমাতার সঙ্গে নাকি শাহিনবাগের ’: অমিত শাহ

Last Updated:

শাহিনবাগের তীব্র সমালোচনা আগেও করেছেন অমিত শাহ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে রাজনীতির লড়াই তুঙ্গে৷ সঙ্গে গোটা দেশ জুড়ে এনআরসি-সিএএ-র প্রতিবাদ ৷ তবে যে ভাবে দিল্লি শাহিনবাগে প্রতিবাদের আগুন জ্বলল, তাতে অনেকেই মনে করছেন, এর প্রভাব পড়তে পারে দিল্লি বিধানসভা ভোটের ফলাফলেও ৷ আর সেই স্বভাবনা টের পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রী ভোটারদের রীতিমতো কড়া ভাবে জানালেন, ‘আপনার একটা ভোটই জানিয়ে দেবে আপনি ভারতের সঙ্গে নাকি শাহিনবাগের সঙ্গে !’
advertisement

তবে এই প্রথম নয়, শাহিনবাগের তীব্র সমালোচনা আগেও করেছেন অমিত শাহ ৷ নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শাহিনবাগের প্রতিবাদ আন্দোলনকে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷ দিল্লি নির্বাচনের প্রচারেও অমিত শাহের মুখে শাহিনবাগ ৷ বলেন, শাহিনবাগের মতো সমস্যা সমাধানের জন্য বার্তা দিন ইভিএম-এ ৷ বিজেপিকে ভোট দিতে এতটা জোরে বোতাম টিপুন যে সেই কারেন্ট শাহিনবাগেও অনুভূত হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

দিল্লির বাবরপুরের নির্বাচনী কেন্দ্রের জনসভা থেকে অমিত শাহ বলেন, দিল্লি নির্বাচনে বিজেপির ঝুলিতে ভোট দিলেই শাহিনবাগের মতো দেশের একাধিক সমস্যার সমাধান করা সম্ভব হবে ৷ তাঁর মন্তব্য,‘আপনার ভোট পেলে একমাত্র বিজেপি প্রার্থীই আপনার দেশকে সুরক্ষিত করতে পারে এবং শাহিনবাগের মতো হাজারও জাতীয় সমস্যার সমাধান করতে পারে ৷’ এখানেই শেষ নয়, দিল্লিবাসীদের অমিত শাহের আহবান, ‘৮ তারিখ নিজের সমস্ত রাগ নিয়ে জোরে ইভিএম-এর বোতাম টিপুন ৷ যাতে সেই কারেন্ট শাহিনবাগে পৌঁছায় ৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘আপনার একটা ভোটই ঠিক করে দেবে আপনি ভারতমাতার সঙ্গে নাকি শাহিনবাগের ’: অমিত শাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল