TRENDING:

গভীর নিদ্রায় তখন শহরবাসী, আচমকাই কাঁপতে শুরু করল বিল্ডিং ! দিল্লিতে ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতা

Last Updated:

Delhi-NCR Earthquake: মনে হল যেন, মাটির নীচ দিয়ে হেঁটে চলেছে কোনও দানব! কম্পনের তীব্রতা বুঝে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন দিল্লির মানুষ। সকলের চোখেমুখে আতঙ্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অঞ্জলি সিং রাজপুত, নয়াদিল্লি: ঘড়ির কাঁটায় ৫টা ৩৬ মিনিট। ভোরের আলো ফুটলেও তখনও ঘুম ভাঙেনি রাজধানীর। আচমকা কেঁপে উঠল মাটি। মনে হল যেন, মাটির নিচ দিয়ে হেঁটে চলেছে কোনও দানব! সোমবার ভোরে ভালমতোই কেঁপে ওঠে দিল্লি-এনসিআর। আচমকাই কম্পন অনুভূত হয় এবং বাসিন্দারা অনুভব করেন যেন পুরো বিল্ডিং দোলাচ্ছে। আতঙ্কে মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। তাঁরা রাস্তায় নেমে আসেন এবং কয়েক ঘণ্টা এভাবেই আতঙ্কিত অবস্থায় কাটে প্রত্যেকের।
দিল্লিতে ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতা
দিল্লিতে ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতা
advertisement

আরও পড়ুন– সাপ্তাহিক রাশিফল ১৭ ফেব্রুয়ারি – ২৩ ফেব্রুয়ারি ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

কম্পনের তীব্রতা বুঝে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন দিল্লির মানুষ। সকলের চোখেমুখে তখন আতঙ্ক। পরে জানা গেল, ভূমিকম্প হয়েছে। তবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা মাত্র ৪। কেন ৪ মাত্রায় এত কম্পন? এই প্রশ্ন ঘুরছে এখন সর্বত্রই। সোমবার ভোরের অভিজ্ঞতা সকলে নিজের মতো করে বর্ণনা করছেন। অনেকেই একটি বিষয়ে একমত যে তাঁরা ভেবেছিলেন এই কম্পনের মাত্রা অন্তত ৬ বা তার বেশি হবে।

advertisement

পরিস্থিতি এমন ছিল যে দিল্লির কিছু বাড়িতে ফাটলও দেখা দিয়েছে। এদিন ভোর ৫টা ৩৬ মিনিট নাগাদ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরিস্থিতি এমন ছিল যে পুরো বিল্ডিং কেঁপে উঠল। পাখা কাঁপতে থাকে এবং ঘরে রাখা বাসনপত্র সবই কাঁপতে শুরু করে। 

advertisement

আরও পড়ুন– নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে রাজ্যে, ঠান্ডা আরও কমবে, শীতের বিদায় এখন সময়ের অপেক্ষা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রদীপ শ্রীবাস্তব নামে এক ব্যক্তি জানান, ‘‘তিনি সকালে ঘুম থেকে উঠে জল খাচ্ছিলেন। সেই সময় পুরো বিল্ডিং তাঁদের কাঁপতে শুরু করে। তিনি প্রথমে বুঝতে পারেননি, কিন্তু যখন কয়েক সেকেন্ডের জন্য বিল্ডিং কাঁপতে থাকে, তখন তিনি বুঝতে পারেন যে এটি ভূমিকম্প ছাড়া আর কিছু নয়। তিনি তাঁর স্ত্রী এবং সন্তানদের নিয়ে ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি বিল্ডিংয়ের নীচে নেমে আসেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গভীর নিদ্রায় তখন শহরবাসী, আচমকাই কাঁপতে শুরু করল বিল্ডিং ! দিল্লিতে ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল