কম্পনের তীব্রতা বুঝে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন দিল্লির মানুষ। সকলের চোখেমুখে তখন আতঙ্ক। পরে জানা গেল, ভূমিকম্প হয়েছে। তবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা মাত্র ৪। কেন ৪ মাত্রায় এত কম্পন? এই প্রশ্ন ঘুরছে এখন সর্বত্রই। সোমবার ভোরের অভিজ্ঞতা সকলে নিজের মতো করে বর্ণনা করছেন। অনেকেই একটি বিষয়ে একমত যে তাঁরা ভেবেছিলেন এই কম্পনের মাত্রা অন্তত ৬ বা তার বেশি হবে।
advertisement
পরিস্থিতি এমন ছিল যে দিল্লির কিছু বাড়িতে ফাটলও দেখা দিয়েছে। এদিন ভোর ৫টা ৩৬ মিনিট নাগাদ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরিস্থিতি এমন ছিল যে পুরো বিল্ডিং কেঁপে উঠল। পাখা কাঁপতে থাকে এবং ঘরে রাখা বাসনপত্র সবই কাঁপতে শুরু করে।
আরও পড়ুন– নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে রাজ্যে, ঠান্ডা আরও কমবে, শীতের বিদায় এখন সময়ের অপেক্ষা
প্রদীপ শ্রীবাস্তব নামে এক ব্যক্তি জানান, ‘‘তিনি সকালে ঘুম থেকে উঠে জল খাচ্ছিলেন। সেই সময় পুরো বিল্ডিং তাঁদের কাঁপতে শুরু করে। তিনি প্রথমে বুঝতে পারেননি, কিন্তু যখন কয়েক সেকেন্ডের জন্য বিল্ডিং কাঁপতে থাকে, তখন তিনি বুঝতে পারেন যে এটি ভূমিকম্প ছাড়া আর কিছু নয়। তিনি তাঁর স্ত্রী এবং সন্তানদের নিয়ে ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি বিল্ডিংয়ের নীচে নেমে আসেন ৷