মোট তিনবার নির্ভয়া কাণ্ডে ফাঁসির পরোয়না জারি করেছে দিল্লির পাটিয়ালা হাউজ কোর্ট৷ দু'বার সেই পরোয়না পিছোলেও, এবার সেই রায় পিছোতে চায় না নিম্ন আদালত৷ মঙ্গলবার এই মর্মেই রায় দেওয়া হয়েছে৷ তবে কি পূর্বনির্ধারিত দিনে অর্থাৎ ৩ মার্চই ফাঁসি হবে নির্ভয়া কাণ্ডের আসামীদের?
প্রশ্ন থাকছেই৷ কারণ সোমবার সকালেই এই কাণ্ডের অন্যতম দণ্ডিত পবন গুপ্তর কিউরেটিভ পিটিশন ফিরিয়েছে শীর্ষ আদালত৷ তারপরেই রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষার আর্জি জানিয়েছে সে৷ আইন অনুযায়ী, রাষ্ট্রপতি ফেরালে সে রায়কেও চ্যলেঞ্জ করতে পারে পবন৷ অন্য এক দণ্ডিত অক্ষয়কুমারকেও রাষ্ট্রপতি ফিরিয়েছে তবে এখনও সুপ্রিম কোর্টে যায়নি সে৷
advertisement
এই কাণ্ডের অন্য দুই দণ্ডিত মুকেশ ও বিনয় সব সুযোগ ব্যবহার করে ফেলেছেন৷ তবে পবন ও অক্ষয়ের আইনি পথ খোলা থাকায় আগামীকাল ফাঁসি রদও হতে পারে, মনে করছেন আইনজ্ঞরা৷