TRENDING:

Delhi court grants bail to Mohammed Zubair: 'গণতন্ত্রে বিরোধী স্বরও প্রয়োজন', মহম্মদ জুবেইরকে জামিন িদয়ে বললেন বিচারপতি

Last Updated:

২০১৮ সালে করা একটি ট্যুইটের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল মহম্মদ জুবেইরকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: হিন্দু ধর্ম পৃথিবীর অন্যতম প্রাচীন এবং সহনশীল ধর্ম৷ এই ধর্মে যাঁরা বিশ্বাস রাখেন, তাঁরাও সহনশীলতার পরিচয় দেন৷ অল্ট নিউজের প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইরকে জামিন দিতে গিয়ে এমনই মন্তব্য করলেন দিল্লি আদালতের বিচারক৷
জামিন পেলেন মহম্মদ জুবেইর৷
জামিন পেলেন মহম্মদ জুবেইর৷
advertisement

জুবেইরকে জামিন দিতে গিয়ে িবচারক আরও উল্লেখ করেন, গণতন্ত্রে বিরোধী মত থাকাটাও প্রয়োজন৷ তাই শুধুমাত্র কোনও রাজনৈতিক দলের সমালোচনা করার কারণে ১৫৩ (এ) বা ২৯৫ (এ)-র মতো গুরুতর ধারা প্রয়োগ করা উচিত নয়৷

আরও পড়ুন: দার্জিলিং থেকে দিল্লি! অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়

advertisement

২০১৮ সালে করা একটি ট্যুইটের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল মহম্মদ জুবেইরকে৷ এ দিন তাঁর জামিন দিতে গিয়ে দিল্লির আদালতের বিচারপতি বলেন, 'হিন্দু ধর্ম এতটাই সহনশীল যে তার অনুগামীরা দেবদেবীদের নামে নিজেদের ব্যবসা, প্রতিষ্ঠানের নামকরণ করেন৷ অনেকে তো দেবদেবীদের নামে সন্তানদের নামকরণ করেন৷ ফলে কোনও একটি প্রতিষ্ঠান বা সংস্থার নাম বা শিশুর নামকরণ দেবদেবীদের নামে করলেই তা ১৫৩ (এ) বা ২৯৫(এ) ধারার পরিপন্থী হয় না৷ যদি না তা কোনও অপরাধমূলক বা অবমাননাকর উদ্দেশ্যে করা হয়৷'

advertisement

বিচারক আরও বলেন, ওই ট্যুইটে ভাবাবেগে আঘাত লেগেছে, সিআরপিসি-র ১৬১ ধারায় সেরকম কারও বয়ানও রেকর্ড করতে পারেনি পুলিশ৷ নির্দেশ দিতে গিয়ে বিচারক আরও জানান, জুবেইরের বিরুদ্ধে যা যা প্রমাণ রয়েছে, তা ইতিমধ্যেই নথিবদ্ধ আকারে রয়েছে৷ পাশাপাশি পাঁচ দিন ধরে জুবেইরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে৷ বর্তমানে তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন৷ ফলে নতুন করে তাঁকে আর জেরা করার প্রয়োজন নেই৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi court grants bail to Mohammed Zubair: 'গণতন্ত্রে বিরোধী স্বরও প্রয়োজন', মহম্মদ জুবেইরকে জামিন িদয়ে বললেন বিচারপতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল