সংবাদমাধ্যমের একাংশের দাবি, মুখ্যমন্ত্রীর উদ্দেশে এদিন ছোড়া হয় পাথরও। দিল্লি পুলিশ সূত্রে খবর, রেখা গুপ্তাকে থাপ্পড়ও মারেন অভিযুক্ত। তাঁকে শারীরিক আঘাত করারও চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন– সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টি চলবে রাজ্যে, কোনও কোনও জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস
জানা গিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে চলছিল ‘জন সুনওয়াই’ অর্থাৎ জনতার অভাব-অভিযোগ শোনার সেশন। ঠিক তখনই এই ঘটনা ঘটে ৷
advertisement
আরও পড়ুন- শিলিগুড়ি থেকে গ্যাংটক এবার আকাশপথে ! পুজোয় ফের চালু হচ্ছে হেলিকপ্টার পরিষেবা
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক ‘জন শুনানি’ চলাকালীন ঘটনাটি ঘটে। বিজেপির দাবি, হঠাৎ এক যুবক রেখার বাসভবনে ঢুকে একটি কাগজ দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যান। অভিযোগ, এর পরেই ওই যুবক চিৎকার করে গালিগালাজ করতে শুরু করে দেন। রেখাকে সপাটে চড়ও মারেন ওই যুবক। এর পরেই তড়িঘড়ি ওই ব্যক্তিকে আটক করেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
ঘটনার নিন্দা করেছে কংগ্রেসও। একইসঙ্গে দিল্লিতে নারী নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলছে। তাদের প্রশ্ন, দিল্লির মুখ্যমন্ত্রী যদি নিরাপদ না হল, তাহলে দিল্লিতে সাধারণ মহিলারা কতটা নিরাপদ?
এদিকে, হামলার পর জনশুনানিতে আসা সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হামলাকারী যুবক একাই এসেছিলেন নাকি কারও সঙ্গে এসেছিলেন, তা জানার চেষ্টা চলছে। এই ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।