ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার ঘটনার পর এদিনই প্রথম তিনি সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ অনুষ্ঠানে যোগ দেন। আর সেখানেই ফের এমন গোলমালের জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
২৫০ কোটির প্রাসাদ! গুঁড়িয়ে দিল বুলডোজার… ধংসস্তূপে মিলল ‘গভীর জলের মাছ’! কে জানেন?
নিউ গড়িয়ার অভিজাত আবাসনে খুন! খাটের তলায় উঁকি দিতেই ভয়ঙ্কর দৃশ্য! গৃহকর্ত্রীর এ কী অবস্থা
advertisement
২০ তারিখ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার চেষ্টা হয়েছে। মুখ্যমন্ত্রীর আবাসে জন শুনানি অনুষ্ঠান চলাকালীন হামলার চেষ্টা। অভিযুক্তর হাতে কিছু নথিপত্র ছিল, দাবি দিল্লি পুলিশের। অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সিভিল লাইন্স থানায় অভিযুক্তকে নিয়ে গিয়ে চলছে জেরা। অভিযুক্ত কি একাই ছিল, নাকি সঙ্গী ছিল অন্য কেউ? জন শুনানিতে হাজির সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলার কড়া সমালোচনা বিজেপির। মুখ্যমন্ত্রীই যদি নিরাপদ না থাকেন, তবে সাধারণ মহিলারা কীভাবে সুরক্ষিত থাকবেন? প্রশ্ন কংগ্রেসের।