গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নং গেটের সামনে আই২০ গাড়িতে বিস্ফোরণ হয়। সেই সময় ওই গাড়িতে ছিলেন ওই জঙ্গি।
আরও জানা গিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত উমর মহম্মদ এবং উমর নবি হরিয়ানার নুহ এলাকা থেকে বিপুল পরিমাণে সার কিনেছিল। এছাড়াও, এই সময়েই হাওয়ালার মাধ্যমে এই বিপুল পরিমাণে অর্থ এসে পৌঁছেছিল তাঁদের কাছে।
advertisement
গত ১০ নভেম্বর সন্ধ্যায় বিস্ফোরক বোঝাই একটি সাদা হুন্ডাই আই২০ লালকেল্লার ১ নং গেটের সামনে প্রবল বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বেশ কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এরফলে এলাকায় সঙ্গে সঙ্গে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এই বিস্ফোরণের কিছু আগেই তিনজন ডাক্তার-সহ আটজনকে ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় ২৯০০ কেজি বিস্ফোরক। এই গোটা বিষয়টির সঙ্গে জইশ-ই-মহম্মদ এবং আনসার গাজওয়াত-উল-হিন্দ নামে জঙ্গি সংগঠন যুক্ত রয়েছে বলে খবর। এই গোটা চক্রটি হরিয়ানা, কাশ্মীর, এবং উত্তরপ্রদেশে ছড়িয়ে রয়েছে বলে খবর।
বিস্ফোরণের পরে গত ১৩ নভেম্বর দিল্লি পুলিশ নিশ্চিত করে যে লালকেল্লায় বিস্ফোরণ ঘটানোর পিছনে প্রধান জঙ্গি ছিল উমর নবি। জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বছর ৩৬-এর আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের এই ডাক্তার সন্ত্রাসবাদী ওইদিন ওই গাড়িতেই ছিল। ওই আই২০ গাড়ি থেকে দেহাংশের নমুনা ডাক্তার উমরের মায়ের ডিএনএ-এর সঙ্গে মেলানোর পরেই সেই বিষয়ে নিশ্চিত হন তাঁরা।
