যে পাঁচ বিধায়ক দল ছেড়েছেন তাঁরা হলেন, নরেশ যাদব (মেহেরুলী), রোহিত কুমার (ত্রিলোকপুরী), রাজেশ ঋষি (জানকপুরী), মদনলাল (কস্তুরবা নগর), পবন শর্মা (আদর্শ নগর), ভাবনা গৌর (পালাম) এবং বি এস জুন (বিজওয়াসন)৷
আরও পড়ুন: টোটো থেকে নামিয়ে মাথায় পর পর গুলি! নৈহাটিতে খুন তৃণমূল কর্মী, এলাকায় আতঙ্ক
প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন৷ ফল ঘোষণা ৮ ফেব্রুয়ারি৷ তবে এই সাত বিধায়ক দল বদল করছেন কি না, তা এখনও স্পষ্ট নয়৷
advertisement
এই সাত বিধায়কের মধ্যে প্রথমে নরেশ যাদবকে মেহরুলি আসন থেকে টিকিট দিয়েছিল আপ৷ কিন্তু সম্প্রতি পঞ্জাবের একটি মামলায় আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে দু বছরের কারাবাসের নির্দেশ দেয়৷ এর পরেই নরেশ যাদবের জায়গায় ওই আসন থেকে মহেন্দ্র চৌধুরীকে প্রার্থী করে আপ৷ বাকি ছটি আসনেও পুরনো বিধায়কদের বদলে নতুন মুখদের সুযোগ দিয়েছে আপ৷
