এই পরিস্থিতিতে আম আদমি পার্টির সাধারণ কর্মী সমর্থকরা যেখানে মুষড়ে পড়েছেন, সেখানে ভোটের ফল প্রকাশের পর উদ্দাম নাচতে দেখা গেল দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতীশীকে৷ প্রথমে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে ৩৫২১ ভোটে জয়ী হয়েছেন অতীশী৷ জয় নিশ্চিত হওয়ার পরই নিজের ঘনিষ্ঠ এবং অনুগামীদের সঙ্গে মিলে নাচতে দেখা যায় অতীশী৷
advertisement
দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রীর এ হেন আচরণ ঘিরে দলের ভিতরেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ ভিডিওটি শেয়ার করে দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন এবং আপ সাংসদ স্বাতী মালিওয়াল অতীশীর তীব্র সমালোচনা করেছেন৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘এটা কী ধরনের নির্লজ্জের মতো আচরণ? দল হেরেছে, দলের সব বড় নেতারা হেরেছেন আর অতীশী মারলেনা এ ভাবে উৎসব করছেন?’
আপ-এর হাতেগোনা যে কয়েকজন সিনিয়র নেতা এবং বিদায়ী মন্ত্রীরা জয়ী হয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম অতীশী৷ বিজেপির অন্যতম হেভিওয়েট প্রার্থী রমেশ বিধুরিকে পরাজিত করেন তিনি৷
তবে স্বাতী মালিওয়াল অতীশীর সমালোচনা করার পাশাপাশি শনিবার কেজরিওয়ালকেও নিশানা করেছেন আপ-এর রাজ্যসভার এই সাংসদ৷ কেজরিওয়ালকে অহঙ্কারী বলে সমালোচনা করেন স্বাতী৷ একদা কেজরিওয়ালের ঘনিষ্ঠ স্বাতী এখন দলের মধ্যেই তাঁর অন্যতম বড় সমালোচক হয়ে উঠেছেন৷ কেজরিওয়ালের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি৷