TRENDING:

Anna Hazare on Arvind Kejriwal: অর্থ-ক্ষমতা-মদেই কেজরিওয়ালের পতন! দিল্লিতে আপ হারতেই মুখ খুললেন অন্না হাজারে

Last Updated:

দিল্লির বিধানসভা নির্বাচনে আপকে হারিয়ে ২৭ বছর পর ক্ষমতায় ফিরছে বিজেপি৷ দলের ভরাডুবির মধ্যে নিজেও নতুন দিল্লি কেন্দ্র থেকে হেরেছেন অরবিন্দ কেজরিওয়াল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: তাঁর শুরু করা দুর্নীতি বিরোধী আন্দোলনের সূত্রেই পরিচিতি পেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল৷ একসঙ্গে মঞ্চে বসে আন্দোলন করলেও পরবর্তী সময়ে পথ আলাদা হয়ে যায় তাঁদের৷ এবার দিল্লিতে আম আদমি পার্টির বিপর্যয় এবং অরবিন্দ কেজরিওয়ালের হারের পরেই বিস্ফোরক মন্তব্য করলেন প্রবীণ সমাজকর্মী অন্না হাজারে৷ দাবি করলেন ক্ষমতা এবং অর্থই মাথা ঘুরিয়ে দিয়েছে কেজরিওয়ালের৷ এমন কি, আবগারি দুর্নীতিতে নাম জড়ানো নিয়েও কেজরিওয়ালকে খোঁচা দিতে ছাড়েননি অন্না হাজারে৷
অন্না হাজারের পাশে অরবিন্দ কেজরিওয়াল (ফাইল ছবি)৷
অন্না হাজারের পাশে অরবিন্দ কেজরিওয়াল (ফাইল ছবি)৷
advertisement

দিল্লির বিধানসভা নির্বাচনে আপকে হারিয়ে ২৭ বছর পর ক্ষমতায় ফিরছে বিজেপি৷ দলের ভরাডুবির মধ্যে নিজেও নতুন দিল্লি কেন্দ্র থেকে হেরেছেন অরবিন্দ কেজরিওয়াল৷ এর পরেই কেজরিওয়ালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি৷

আরও পড়ুন: বাবার মতোই দিল্লির মুখ্যমন্ত্রী হবেন কেজরিকে হারানো পরভেশ? অন্য চমকও দিতে পারে বিজেপি

অন্না হাজারে বলেন, ‘আমি সবসময় বলে এসেছি, একজন প্রার্থীর আচরণ এবং ভাবনা সৎ হওয়া উচিত৷ তাঁকে নিষ্কলঙ্ক থাকতে হবে এবং নিঃস্বার্থ হতে হবে৷ তাহলেই মানুষ সেই প্রার্থীর উপরে আস্থা রাখতে পারেন৷’ কেজরিওয়ালের নাম করে এর পর অন্না হাজারে বলেন, ‘আমি ওঁকেও (কেজরিওয়াল) এই পরামর্শ দিয়েছিলাম৷ কিন্তু উনি তা কানে তোলেননি৷ শেষ পর্যন্ত ওঁর নজর গিয়ে পড়ল মদে! এই বিতর্ক সামনে এল কেন?কারণ টাকা এবং ক্ষমতা ওঁর মাথা ঘুরিয়ে দিয়েছিল৷’

advertisement

অন্না হাজারে বলেন, ‘মানুষে দেখল যে কেজরিওয়াল মুখে নৈতিকতার কথা বলেন, অথচ নিজে মদ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন৷ রাজনীতিতে অভিযোগ উঠবেই৷ কিন্তু অভিযুক্তকেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয়৷ সত্যিটা কখনও বদলায় না৷ আমার সঙ্গে ওঁর একবার বৈঠক হয়, সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই দলের অংশ হব না৷ সেদিন থেকেই ওঁর থেকে দূরত্ব তৈরি করেছি৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

দশ বছর ক্ষমতায় থাকার পর দিল্লিতে মুখ থুবড়ে পড়ল আম আদমি পার্টি৷ নতুন দিল্লি কেন্দ্র থেকে কেজরিওয়াল নিজে বিজেপি পরভেশ ভার্মার কাছে ৪০৭৯ ভোটে হেরেছেন৷ হার স্বীকার করে নিয়ে কেজরিওয়াল জানিয়েছেন, ক্ষমতায় না থাকলেও মানুষের পাশে থাকবে আপ৷ দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করবেন তাঁরা৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Anna Hazare on Arvind Kejriwal: অর্থ-ক্ষমতা-মদেই কেজরিওয়ালের পতন! দিল্লিতে আপ হারতেই মুখ খুললেন অন্না হাজারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল