আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মমতা৷ আপ-এর জয়ের প্রতিক্রিয়ায় মমতা বললেন, 'বিজেপি-কে মানুষ প্রত্যাহার করেছে৷ বিজপির কাজ মানুষ পছন্দ করছে না৷ NRC-CAA প্রত্যাহারের আশা করব৷ আপ-এর জয়ে আমি খুশি৷'
প্রশান্ত কিশোর ট্যুইট করে জানালেন, 'ভারতের আত্মাকে বাঁচানোর জন্য দিল্লিবাসীকে অসংখ্য ধন্যবাদ৷'
এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৫৭টি আসনে এগিয়ে আপ৷ ১৩টি আসনে এগিয়ে বিজেপি৷ একটি আসনেও খাতা খুলতে পারেনি কংগ্রেস৷
দিল্লিতে মোটামুটি নিশ্চিত, ক্ষমতায় ফিরছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি৷ ভোট শেয়ারেও এখনও পর্যন্ত অনেকটাই এগিয়ে আপ৷ দিল্লিতে এখনও পর্যন্ত আপ ভোট পেয়েছে প্রায় ৫২ শতাংশ৷ বিজেপি গতবারের চেয়ে ভোট শেয়ার বাড়িয়ে এখনও পর্যন্ত ভোট পেয়েছে ৪১.২৪ শতাংশ৷ কংগ্রেসের অবস্থা তথৈবচ৷ কংগ্রেসের প্রাপ্ত ভোট মাত্র ৪ শতাংশ৷ অন্যান্যরা ৩ শতাংশ৷ এ ক্ষেত্রে তাত্পর্যপূর্ণ গতবারের চেয়ে দিল্লিতে ভোট বেড়েছে বিজেপির৷