TRENDING:

জঙ্গি হামলার আশঙ্কা, পাঁচ রাজ্যে জারি হাই অ্যালার্ট

Last Updated:

সার্জিক্যাল স্ট্রাইকের প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পর দিল্লির দিকে বন্দুক তাক করেছে ইসলামাবাদ। পাকিস্তানের ঘনঘন যুদ্ধের হুঙ্কারে সতর্ক ভারত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সার্জিক্যাল স্ট্রাইকের ঘোর কাটলে পাল্টা হামলা চালাতে পারে ইসলামাবাদ। এই আশঙ্কায় সতর্ক ভারত। উরি ও সার্জিক্যাল অ্যাটাকের পর ক্রমেই দুই দেশের মধ্যে উত্তজনার পারদ চড়ছে ৷ গত কয়েকদিনে বেশ কয়েকবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷
advertisement

সার্জিক্যাল স্ট্রাইকের প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পর দিল্লির দিকে বন্দুক তাক করেছে ইসলামাবাদ। পাকিস্তানের ঘনঘন যুদ্ধের হুঙ্কারে সতর্ক ভারত। বাড়ানো হয়েছে নজরদারি ৷ শুক্রবার সীমান্তের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে বিমানবন্দর, সরকারি বিল্ডিং, রেল স্টেশন, পর্যটন কেন্দ্র ও বিভিন্ন জনবহুল এলাকায় ৷

দিল্লি, রাজস্থান, পঞ্জাব, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র ও গুজরাটে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ৷

advertisement

ভারতের ইন্টেলিজেন্সের তরফে জানানো হয়েছে যে তাদের কাছে গোপন সূত্রে খবর রয়েছে উৎসবের এই মরশুমে ISI-র সহযোগিতায় রাজধানীতে সশস্ত্র জঙ্গিরা হামলা চালাতে পারে ৷ জানা গিয়েছে জম্মু কাশ্মীর দিয়ে ভারতে প্রবেশ করেছে জঙ্গিরা ৷ তাদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ৷

সীমান্তের পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি বিএসএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে। কাঁটাতারের এপারে প্রস্তুত রয়েছে সেনাও। যে কোনওরকম পরিস্থিতির জন্য সতর্ক থাকতে বলা হয়েছে ভারতীয় বায়ুসেনাকেও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভারত-পাকিস্তান উত্তেজনার পারদ চড়তেই ওয়াঘা সীমান্তের দরজা বন্ধ। প্রথা ভেঙে বিটিং দ্য রিট্রিট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধের আবহে এখন সতর্ক দুই প্রতিবেশীই।

বাংলা খবর/ খবর/দেশ/
জঙ্গি হামলার আশঙ্কা, পাঁচ রাজ্যে জারি হাই অ্যালার্ট