TRENDING:

দিল্লিতে নামী স্কুলের শৌচালয়ে ১১ বছরের ছাত্রীকে ‘গণধর্ষণ’ একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের

Last Updated:

Delhi Gangrape: অভিযোগকে ‘গুরুতর’ আখ্যা দিয়ে দিল্লি পুলিশ ও সংশ্লিষ্ট স্কুলের অধ্যক্ষের কাছে নোটিস পাঠিয়েছে দিল্লি মহিলা কমিশন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : উঁচু ক্লাসের ছাত্রদের কাছে গণধর্ষিতা ওই স্কুলেরই ১১ বছর বয়সি এক ছাত্রী৷ এই অভিযোগ ঘিরে উত্তপ্ত নয়াদিল্লির কেন্দ্রীয় বিদ্যালয়৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

অভিযোগ, রাজধানীতে এই স্কুলের শৌচালয়ে গণধর্ষণ করা হয় ওই পড়ুয়াকে৷ মঙ্গলবার এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের কাছে৷ কেন্দ্রীয় বিদ্যালয়ের আঞ্চলিক সংগঠনের তরফেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ পুলিশের তরফে জানানো হয়েছে জুলাই মাসে এই গণধর্ষণের ঘটনা ঘটে৷ কিন্তু নিগৃহীতার পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে মঙ্গলবার৷ দিল্লির মহিলা কমিশন এই ঘটনা নিয়ে আলোড়ন তোলার পরই পুলিশের দ্বারস্থ হয় ছাত্রীর পরিবার৷

advertisement

অভিযোগকে ‘গুরুতর’ আখ্যা দিয়ে দিল্লি পুলিশ ও সংশ্লিষ্ট স্কুলের অধ্যক্ষের কাছে নোটিস পাঠিয়েছে দিল্লি মহিলা কমিশন৷ যদিও স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, নিগৃহীতা বা তার পরিবারের তরফে কোনও অভিযোগ তাদের কাছে দায়ের করা হয়নি৷ পুলিশের কাছ থেকেই তাঁরা অভিযোগ সম্বন্ধে জেনেছেন বলে দাবি স্কুল কর্তৃপক্ষের৷ প্রসঙ্গত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অধীনে থাকা কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল একটি স্বশাসিত সংস্থা৷ দেশের ২৫ টি অঞ্চলে ১২০০-র বেশি এই শিক্ষা প্রতিষ্ঠান আছে৷

advertisement

আরও পড়ুন : রাজপথে হাঁটু মুড়ে বসে মা সনিয়ার জুতোর ফিতে বেঁধে দিলেন রাহুল গান্ধি, নিমেষে ভাইরাল ভিডিও

দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জানিয়েছেন, ‘‘দিল্লির একটি স্কুলের শৌচালয়ে ১১ বছর বয়সি ছাত্রীর গণধর্ষিতা হওয়ার গুরুতর অভিযোগ আমরা পেয়েছি৷ নিগৃহীত ছাত্রীর অভিযোগ, তাঁর স্কুলের শিক্ষিকা পুরো বিষয়টি গোপন করার জন্য চাপ দিয়েছিলেন৷ এটা খুবই দুর্ভাগ্যজনক যে আজকাল রাজধানীতে স্কুলও শিশুদের জন্য নিরাপদ নয়৷ ’’ এই ঘটনায় তিনি কঠোর পদক্ষেপ দাবি করেছেন৷ স্কুল কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন স্বাতী৷

advertisement

আরও পড়ুন :  উত্তর ও দক্ষিণবঙ্গে এখনই রেহাই নেই বৃষ্টি থেকে, জানুন বৃষ্টির পূর্বাভাস ও ওয়েদার আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দিল্লির মহিলা কমিশনের দাবি, নিগৃহীতা ছাত্রী তাদের জানিয়েছে জুলাই মাসে একদিন স্কুলের করিডোরে একাদশ ও দ্বাদশ শ্রেণীর দুই পড়ুয়ার সঙ্গে তার ধাক্কা লাগে৷ এর পর সে বার বার দুঃখরপ্রকাশ করে ক্ষমাও চেয়ে নেয়৷ কিন্তু অভিযোগ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর কিছু পড়ুয়া তাকে টেনে নিয়ে শৌচালয়ে যায়৷ তার পর শৌচালয়ে ঢুকিয়ে দরজা বন্ধ করে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ পরবর্তীতে ক্লাসের শিক্ষিকাকে অভিযোগ জানাতে গেলে তাকে সব গোপন করতে বলা হয় বলে ছাত্রীর অভিযোগ৷ ওই ছাত্রদের বহিষ্কার করা হয়েছে বলেও স্কুলের তরফে জানানো হয় তাদের৷ কেভিএস আধিকারিকদের দাবি, তাদের কাছে স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লিতে নামী স্কুলের শৌচালয়ে ১১ বছরের ছাত্রীকে ‘গণধর্ষণ’ একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল