লাইভ হিন্দুস্তানের খবর অনুযায়ী, নির্যাতিতা পাঞ্জাবের বাসিন্দা। দিল্লি হয়ে সে উত্তরপ্রদেশে পৌঁছেছিল। যেখান থেকে মোরাদাবাদ হয়ে সে দেরাদুনে যায়। বাস খালি করে প্রায় ৫ জন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তার পর সেই নাবালিকাকে তারা বাস থেকে ফেলে দিয়ে চলে যায় বলে জানা যায়। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হেল্পলাইন টিম ওই কিশোরীকে অসংলগ্ন অবস্থায় দেখতে পায়। অঝোরে কাঁদছিল সে।
advertisement
আরও পড়ুন- ‘এইটা’ দেখলেই নাক সিঁটকান? খাসির কোন অঙ্গ থেকে তৈরি হয় বলুন তো দেখি!
নির্যাতিতাকে প্রশ্ন করলে সে জানায়, লাল রঙের একটা বাসে তার সঙ্গে এই ঘটনা ঘটে। বাসটি কোন রাজ্যের তা জানার চেষ্টা করছে পুলিশ। বিভিন্ন স্থানে বসানো সিসিটিভি ক্যামেরা স্ক্যান করা হচ্ছে। এর পাশাপাশি ঘটনার সময় আইএসবিটিতে নিরাপত্তা কর্মীদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠছে। জিজ্ঞাসাবাদের জন্য ISBT চত্বর থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
দেরাদুনের আইএসবিটি বাসস্ট্যান্ড থেকে অল্প দূরে একটি থানা রয়েছে। প্যাটেল নগর কোতোয়ালির আইএসবিটি থানা বাসস্ট্যান্ড গেট সংলগ্নই বলা যায়। রাতভর মানুষ বাসস্ট্যান্ডে আসা-যাওয়া করে। সেই ভরা রাস্তায় এমন ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।