TRENDING:

Pegasus Controversy: পেগাসাস কিনতে কোনও লেনদেন হয়নি, বিতর্কের মধ্যেই সংসদে দাবি প্রতিরক্ষা মন্ত্রকের

Last Updated:

যে পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছে, সেই সফটওয়্যার বিক্রি করে ইজরায়েলি তথ্যপ্রযুক্তি সংস্থা এনএসও গ্রুপ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: ইজরায়েলি সফটওয়্যার সংস্থা এনএসও গ্রুপের সঙ্গে কোনও লেনদেন হয়নি৷ পেগাসাস বিতর্কের মধ্যেই সংসদে বিবৃতি দিয়ে এমনই দাবি করল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক৷
advertisement

যে পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছে, সেই সফটওয়্যার বিক্রি করে ইজরায়েলি তথ্যপ্রযুক্তি সংস্থা এনএসও গ্রুপ-ই৷ সংসদের বাদল অধিবেশনের শুরু থেকে পেগাসাস কাণ্ডে সরকারের বিবৃতির দাবিতে সরব হয়েছে বিরোধীরা৷ প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এখনও পর্যন্ত এ বিষয়ে সংসদে কোনও বিবৃতি না দিলেও এ দিন বিষয়টি নিয়ে বিবৃতি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় ভাট৷

advertisement

কেন্দ্রীয় মন্ত্রী এ দিন রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, 'এনএসও গ্রুপ টেকনোলজিস-এর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের কোনও লেনদেন হয়নি৷' কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, কেন্দ্রীয় সরকার এনএসও গ্রুপের সঙ্গে কোনওরকম লেনদেন করেছে কি না?

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

এর আগে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পেগাসাস বিতর্ক নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টকে নস্যাৎ করে দিয়েছিলেন৷ সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি পাল্টা অভিযোগ করেছিলেন, সংসদে বাদল অধিবেশনের ঠিক আগে ফোনে আড়ি পাতার অভিযোগকে সামনে নিয়ে এসে আসলে ভারতের গণতন্ত্রকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে৷ কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর দাবি ছিল, অনুমতি ছাড়া ভারতে কোনও ব্যক্তির ফোনে বেআইনি নজরদারি চালানো অসম্ভব৷ যদিও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর এই বক্তব্যে সন্তুষ্ট হয়নি বিরোধীরা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Pegasus Controversy: পেগাসাস কিনতে কোনও লেনদেন হয়নি, বিতর্কের মধ্যেই সংসদে দাবি প্রতিরক্ষা মন্ত্রকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল