আর্থিক তছরুপ সংক্রান্ত একটি মামলার তদন্তে দেবকে ডেকে পাঠিয়েছে ইডি। ঘনিষ্ঠ মহলে দেব জানিয়েছেন তদন্তের স্বার্থে যতবার তাঁকে ডেকে পাঠানো হবে, ততবারই তিনি যাবেন এবং সহযোগিতা করবেন। সেই মতো তিনি হাজির হলেন৷ ইডি দফতরে প্রবেশের আগে তিনি বলেন, ‘আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, আমাকে যতবার ডাকবে, আমি ততবার আসব৷ আমি সবরকম সাহায্য করব৷ তদন্তে যদি কোনও সাহায্য লাগে, আমার সেই সাহায্য করতে কোনও আপত্তি নেই৷’
advertisement
এর আগে ২২ জুন দিল্লিতে ইডির দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় দেবকে৷ তিনি এর আগে যখন এই ডাক পাওয়ার কথা শোনেন, তখন তিনি স্পষ্টই জানিয়েছিলেন, তিনি গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় সবরকম সাহায্য করবেন৷ তদন্তকারীদের সবরকম সাহায্য করবেন বলে জানিয়েছিলেন৷ এনামুল হক সম্পর্কে থাকা অভিযোগ নিয়ে তিনি বললেন, ‘দেখুন, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি এনামুল হককে চিনি না৷’ দেবের তদন্তে সাহায্যের কথা বারবার করে বলা নিয়ে তিনি বলেন, ‘দেখুন, যে চোর, সে আগে নিজে জানে চোর৷ আমি জানি আমি কী৷ আমার তো লোকানোর কিছু নেই৷’
রাজ্য রাজনীতি দেবকে নিয়ে তোলপাড় রয়েছে অনেকদিন ধরেই৷ কয়েকদিন আগে একের পর এক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব৷ জল্পনা তৈরি হয়েছিল, কোনও কারণে তিনি আর রাজনীতির ময়দানে থাকতে চাইছেন না৷ কিন্তু তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ারে সঙ্গে কথা বলেন তিনি৷ সেখানে বরফ গলে৷ দেবকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এ বারেও ঘাটাল থেকে প্রার্থী হতে চলেছেন দীপক অধিকারী৷ এই ঘটনাক্রমের পরেই দিল্লিতে ইডিকে তলব করা হয়৷