আকাশে আষাঢ় এলো। বর্ষা মানেই তো বাঙালির ইলিশ উৎসব। জলে উজ্জ্বল শস্য, রাশি রাশি ইলিশের ঝাঁক।
বাঙালির জীবনে এ যেন এখন গল্প কথা। মরশুম শুরু হলেও হাওড়ার গাদিয়াড়া, শ্যামপুরের বিস্তীর্ণ এলাকায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে না রুপোলি শস্য। শ্যামপুরের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক হাজার মৎস্যজীবীর বাস। শুধু গাদিয়াড়ায় এক একটি ঘাট থেকে প্রতিদিনই ইলিশের খোঁজে রূপনারায়ণ, হুগলি নদীতে চষে বেড়াচ্ছে ১৫ টি নৌকা। কিন্তু ইলিশের দেখা নেই। খালি হাতে ফিরতে হচ্ছে মৎস্যজীবীদের।
advertisement
গত কয়েক দিনে জ্বালানির দাম বেড়েছে। সেখানে ইলিশ না মেলায় নৌকা চালিয়ে ক্ষতি হচ্ছে মৎস্যজীবীদের।
মৎস্যজীবীরা বলছেন, ভাদ্রে নদীতে মাছ বাড়ে। এখন সেই আশায় বসে আছেন তারা। জালে দুই একটা ইলিশ উঠলেও, বাজারে তা চড়া দামে বিক্রি হচ্ছে। আপাতত ইলিশের স্বাদ থেকে বঞ্চিত বাঙালি। এখন ইলিশের ছবি দেখে মন বলছে, ইস ইলিশ।