মহিলার পরিবার গণধর্ষণের অভিযোগ করে। আর সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অ্যাকশন পুলিশের। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই অভিযুক্ত—অঙ্কুর ভার্মা ও হর্ষিত পান্ডেকে গ্রেফতার করে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জখম হওয়ায় তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের এনকাউন্টারে জখম দুই অভিযুক্ত। ইতিমধ্যেই তারা নিজেদের অপরাধ কবুল করেছে বলে দাবি করেছেন তদন্তকারীরা। জানা যায়, ওই মহিলা তাঁর মামার বাড়ি থেকে হেঁটে নিজের বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে ধাওয়া করে আততায়ীরা। মামাবাড়ি থেকে তাঁর বাড়ির দূরত্ব ছিল মাত্র এক কিলোমিটার। ওইটুকু পথ পেরোতে গিয়েও মহাবিপদে পড়েন তিনি।
advertisement
আরও পড়ুন- কুকুরদের সরিয়ে দিলেই হল!….আরও বহুগুণ বেড়ে যাবে সমস্যা, বলছেন স্বয়ং পরিবেশ
পুলিশ সুপারিটেন্ডেন্টের বাড়ির কাছে লাগানো একটি ক্যামেরায় ধরা পড়ে, ওই মহিলা রাস্তা ধরে ছুটছেন, আর তাঁকে ধাওয়া করছে তিন-চারটি বাইক। তার পরই তদন্তে নামে পুলিশ। দুজনকে এনকাউন্টারে জখম করে। ওই মহিলা এখন স্থিতিশীল। তবে তিনি ট্রমায় রয়েছেন বলে জানা যায়।