TRENDING:

বার্গার শুনলেই জিভে জল! খাওয়ার আগে সাবধান, মুম্বইতে যা ঘটল কল্পনার বাইরে

Last Updated:

ন্সটাগ্রামে তিনি পোস্টে লেখেন, "মুম্বইতে এই দোকানটি অবস্থিত। একটি বার্গার অর্ডার দিয়েছিলাম। এই ডাবল প্যাটি ভেজি বার্গারের ভিতর আমি মরা পোকা পেয়েছি।" তিনি আরও লেখেন, "এইসব নামী দামী ব্র্যান্ডগুলো জনগণের স্বাস্থ্য নিয়ে রীতিমতো খেলা করছে। আমি অর্ধেক বার্গার খেয়ে নিয়েছি তাই আমি এই সংস্থার কাছ থেকে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা আশা করছি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ফাস্টফুড খেতে গিয়ে যে এমন বিড়ম্বনায় পড়তে হবে তা কোনদিনও ভাবেননি মুম্বই নিবাসী এক মহিলা। বহুজাতিক এক ফাস্টফুডের দোকান থেকে বার্গার কিনে এনে ভিতর থেকে মরা পোকা পেয়ে রীতিমত হকচকিয়ে যান এই তরুণী।
advertisement

আরও পড়ুন: ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে সরকার, জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

এরপরেই তাঁর পোস্ট করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। তাঁকে কার্যত উপদেশের সুরে বলতে শোনা যায় “বাইরের খাবার কী হতে পারে কেউ জানে না। তাই ফাস্ট ফুড খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই নেওয়া উচিত।”

ইন্সটাগ্রামে তিনি পোস্টে লেখেন, “মুম্বইতে এই দোকানটি অবস্থিত। একটি বার্গার অর্ডার দিয়েছিলাম। এই ডাবল প্যাটি ভেজি বার্গারের ভিতর আমি মরা পোকা পেয়েছি।”

advertisement

তিনি আরও লেখেন, “এইসব নামী দামী ব্র্যান্ডগুলো জনগণের স্বাস্থ্য নিয়ে রীতিমতো খেলা করছে। আমি অর্ধেক বার্গার খেয়ে নিয়েছি তাই আমি এই সংস্থার কাছ থেকে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা আশা করছি।

ফাস্ট ফুডে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। ২০১৪ সালের জুলাইতে এমনই আরও এক বহুজাতিক ফাস্ট ফুড সংস্থার খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন নয়ডার বাসিন্দা সন্দীপ সাক্সেনা। তিনিও বার্গারের মধ্যে থেকে মরা পোকা পান।

advertisement

পরবর্তীতে তিনি আইনেরও শরণাপন্ন হন এবং ওই বহুজাতিক সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

তবু, ক্রেতাদের প্রতি অবহেলার এই চিত্র কিছুতেই যেন বদলাচ্ছে না।

বাংলা খবর/ খবর/দেশ/
বার্গার শুনলেই জিভে জল! খাওয়ার আগে সাবধান, মুম্বইতে যা ঘটল কল্পনার বাইরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল