বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘‘যোগ্য কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে, সতীশ গোলচা, বর্তমানে দিল্লির DG (Prisons) হিসেবে নিযুক্ত, দিল্লি পুলিশের কমিশনার পদে নিয়োগ করা হল দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এবং পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত।’’ ১৯৯২ ব্যাচের IPS অফিসার, গোলচা বর্তমানে দিল্লির ডিরেক্টর জেনারেল (Prisons) হিসেবে নিযুক্ত আছেন। দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলার পরপরেই এসবিকে সিংকে সরিয়ে তাঁকেই দায়িত্ব দেওয়া হল রাজধানী শহরের নিরাপত্তার।
advertisement
প্রসঙ্গত, গতকাল বুধবার নিজের বাড়িতেই আক্রান্ত হন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। জন আদালত চলাকালীন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে চুলের মুঠি ধরে কষিয়ে চড় মেরে ধৃত এক ব্যক্তি৷ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নিজের বাড়িতেই আক্রান্ত হলেন ৷
বুধবার সাতসকালে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে তাঁকে মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গুজরাতের বাসিন্দা ধৃত ব্যক্তির নাম রাজেশ ভাই খিমজি ভাই সাকারিয়া৷ বছর ৪১-এর সাকারিয়ার মা জানিয়েছেন, গুজরাত থেকে তিহার জেলে বন্দি তাঁর এক আত্মীয়কে ছাড়িয়ে নিয়ে যেতে দিল্লি এসেছিলেন তাঁর ছেলে৷