TRENDING:

'প্রতিটি নিঃশ্বাসে তোমার অভাব বোধ করি', মাতৃ দিবসে আবেগঘন পোস্ট সুষমা কন্যার

Last Updated:

বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানোর সময় একাধিকবার বিদেশে বিপদে পড়া ভারতীয়দের উদ্ধারে তৎপর হয়েছেন সুষমা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: 'প্রতিটা নিঃশ্বাস নিতে গিয়ে তোমার অভাব অনুভব করি৷' এভাবেই মাতৃ দিবসে প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে স্মরণ করলেন তাঁর মেয়ে বাঁসুরি৷ গত বছর আগস্ট মাসে প্রয়াত হয়েছিলেন সুষমা৷ তার পর প্রথম মাতৃ দিবসেই মায়ের উদ্দেশে আবেগঘন পোস্ট করলেন সুষমা কন্যা৷
advertisement

ট্যুইটারে বাঁসুরি স্বরাজ সুষমাকে উদ্দেশ্য করে লিখেছেন, 'শুভ মাতৃ দিবস! প্রতিটি নিঃশ্বাসে আমি তোমার অভাব বোধ করি মা৷'

বিদেশমন্ত্রী পদে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সুষমা স্বরাজ৷ প্রবাসী ভারতীয়দের কাছে তিনি হয়ে উঠেছিলেন মোদি সরকারের মুখ৷ এমন কী, পাকিস্তানের মতো প্রতিবেশী দেশের মানুষও ভারতে আসা নিয়ে কোনও সমস্যায় পড়লেই সরাসরি সুষমার সাহায্য চাইতেন৷ প্রায় প্রতিটি ক্ষেত্রেই সাধ্যমতো সমস্যা সমাধানের চেষ্টা করতেন সুষমাম৷ তাই তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছিল পাকিস্তানেও ৷

advertisement

জাতীয় রাজনীতিতেও বিরোধী নেতাদের সঙ্গেও সুসম্পর্ক ছিল সুষমার৷ ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর টানা পাঁচ বছর বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি৷ কিন্তু শেষ দিকে শারীরিক অসুস্থতার কারণে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হয়েছিলেন৷ এক রকম বাধ্য হয়েই দ্বিতীয় দফায় ক্ষমতায় এলেও মোদি সরকার ক্ষমতায় এলেও তার অংশ হতে পারেননি সুষমা৷ তাঁর জায়গায় বিদেশমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় এস জয়শঙ্করকে৷ ভারতীয় রাজনীতির ইতিহাসে সুষমাই প্রথম মহিলা যিনি পূর্ণসময়ের জন্য বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছেন৷ এর আগে ইন্দিরা গান্ধি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিদেশমন্ত্রকের ভার নিয়েছিলেন৷ বিদেশমন্ত্রী হওয়ার আগে অটল বিহারী বাজপেয়ী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বও সাফল্যের সঙ্গে সামলেছিলেন সুষমা স্বরাজ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানোর সময় একাধিকবার বিদেশে বিপদে পড়া ভারতীয়দের উদ্ধারে তৎপর হয়েছেন সুষমা ৷ পাকিস্তান থেকে এ দেশে চিকিৎসা করাতে আসতে গিয়ে কেউ ভিসার সমস্যায় পড়লেও তাঁর মুশকিল আসান হতেন তিনি ৷ সদাহাস্য এই মানুষটির অভাব আজও ভারতীয় রাজনীতিতে ভীষণভাবে অনুভূত হয়৷ একইভাবে মাকে হারানোর শোক এখনও সামলে উঠতে পারেননি তাঁর আপনজনেরা৷ মাতৃ দিবসে নিজের মাকে তাই আরও বেশি করে মনে পড়ছে মেয়ে বাঁসুরির৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'প্রতিটি নিঃশ্বাসে তোমার অভাব বোধ করি', মাতৃ দিবসে আবেগঘন পোস্ট সুষমা কন্যার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল