যেহেতু নেপালের চায়ের উপরে ভারত সরকার কোনও ইমপোর্ট ডিউটি আরোপ করে না, তাই অপেক্ষাকৃত কম দামে নিম্নমানের নেপাল চা দার্জিলিং চায়ের নামে ব্র্যান্ডিং করে ভারত এবং বিদেশের বাজারে চালানো হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরবঙ্গের চা বাগানের। GI ট্যাগ থাকা সত্ত্বেও উপযুক্ত দাম এবং বাজার পাচ্ছে না দার্জিলিং চা।
advertisement
মিনিস্ট্রি অফ কমার্সকে অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের সুপারিশ জানানোর পাশাপাশি নেপাল চায়ের উপর ডিউটি আরোপ করারও সুপারিশ করা হয়েছে।
এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য দোলা সেন। কমিটির তরফে অবিলম্বে অত্যাবশ্যকীয় ওষুধের উপর থেকে কর প্রত্যাহারেরও প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া বর্ধিত বাজেট অধিবেশনে কমিটি তার এই প্রস্তাব জমা করেছে।
advertisement
মৈত্রেয়ী ভট্টাচার্য
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2025 3:43 PM IST