TRENDING:

আমির এখন অতীত, দঙ্গল কন্যারা এখন অন্য এক অভিনেতায় মজেছেন !

Last Updated:

দঙ্গলের দুই কন্যাকে মনে আছে তো ? ফতেমা সানা শেখ এবং সন্যা মালহোত্রা ৷ গীতা ও ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দঙ্গলের দুই কন্যাকে মনে আছে তো ? ফতেমা সানা শেখ এবং সন্যা মালহোত্রা ৷ গীতা ও ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা ৷ আমিরের তত্বাবধানেই বলিউডে পরিচিত হন এই ২ নায়িকা ৷ এর আগে তাঁরা বিশেষ কিছু কাজ করেননি ৷ তবে এখন আমির নয়, এই ২ নায়িকা মজেছেন অন্য এক হিরোয় ৷ সেই বিশ্ব খ্যাত হিরোর পাশেই ঘোরাফেরা করছেন এই ২জন ৷
advertisement

আরও পড়ুন কীসের এত ব্যস্ততা রণবীর সিং-এর ?

আমির খান মানে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট ! তাঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকেন ৷ এই সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ফতেমা ও সন্যা ৷ দঙ্গল ছবিও সুপার হিট ! তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁদের ৷ ফতিমা তো অামিরের সঙ্গেই আবার কাজ করেছেন ঠগস অব হিন্দুস্তানে ৷ তবে এখন দুজনেই ব্যস্ত বিশ্বখ্যাত জ্যাকি চ্যানের সঙ্গে পোস দিতে !

advertisement

Photo Courtesy : Instagram

Photo Courtesy : Instagram

Photo Courtesy : Instagram

advertisement

আরও পড়ুন এক সময়ে বলিউডে ঝড় তোলা অভিনেত্রীর এখন কী দশা দেখুন

জ্যাকির আমন্ত্রণে জ্যাকি চ্যান অ্যাকশন মুভি উইকে অংশ নিতে চিন গিয়েছিলেন এই ২ অভিনেত্রী ৷ আমন্ত্রণ পেয়েই তাঁরা আপ্লুত ৷ তারপর জ্যাকির সঙ্গে ছবি তুলতে দারুণ উচ্ছ্বসিত ছিলেন ফতেমা ও সন্যা ৷ জ্যাকিও ছিলেন ভীষণ খুশি ৷

advertisement

Photo Courtesy : Instagram

বাংলা খবর/ খবর/দেশ/
আমির এখন অতীত, দঙ্গল কন্যারা এখন অন্য এক অভিনেতায় মজেছেন !