এক সময়ে বলিউডে ঝড় তোলা অভিনেত্রীর এখন কী দশা দেখুন
Last Updated:
২০০৪ সালে ভারতের মিস ইন্ডিয়া- মিস ইউনিভার্সের প্রতিযোগী ছিলেন ৷
#নয়াদিল্লি : ২০০৪ সালে ভারতের মিস ইন্ডিয়া- মিস ইউনিভার্সের প্রতিযোগী ছিলেন ৷ তার একবছর বাদেই বলিউডে আত্মপ্রকাশ ৷ মেগা হিট ৷ দু‘বছর বাদে তিনি মার্কিন মুলুক থেকে দেশে ফিরলেন ৷ চেহারা দেখে চিনতে পারলে নিজেই নিজেকে ১০ এ ১০ দিয়ে নিন ৷
ইনি ২০০৫ -র মেগা হিট ছবি ‘আশিক বানায়া আপনে’-র হিরোইন তনুশ্রী দত্ত ৷ আপনি কি বলতে পেরেছিলেন তাহলে নিজেই নিজেকে ১০ এ ১০ দিয়ে দিন ৷
advertisement
হিমেশ রেশমিয়ার সুরে আসমুদ্র হিমাচলকে কাঁপিয়ে দিয়েছিল ইমরান হাশমি- তনুশ্রী দত্ত জুটি ৷
advertisement
তনুশ্রী নিজেই নিজের সোশ্যাল মিডিয়া-য় দেশে ফেরার ছবি দিয়েছেন ৷ সেখানে নিজেকে নার্ভাসও বলেছেন তনুশ্রী ৷
advertisement
আশিক বানায়া আপনে-ছাড়াও চকোলেট, ঢোল , গুডবয়-ব্যাড বয়ের মতো ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী ৷ তবে ২০১০ -র অ্যাপার্টমেন্টের পর আর কোনও বলিউডি ছবিতে তাঁকে দেখা যায়নি ৷ তনুশ্রী-র বোন ইশিতা দত্ত যিনি বৎসল শেঠকে বিয়ে করেছেন ৷ অজয় দেবগণের বিপরীতে দৃশ্যম ছবিতে ইশিতা অভিনয়ও করেছেন ৷
advertisement
তবে দেশে ফিরলেও বলিউডে ফিরছেন কিনা অনুশ্রী তা নিয়ে অবশ্য কোনও উত্তর পাওয়া যায়নি ৷
Location :
First Published :
July 23, 2018 4:23 PM IST