TRENDING:

হনুমান মন্দিরের পুরোহিত করা হোক অনগ্রসর শ্রেণির মানুষকে ! যোগীকে আক্রমণ আজাদের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুজাফ্ফরনগর: দেশের সমস্ত হনুমান মন্দিরের দায়িত্ব দেওয়া হোক  অনগ্রসর শ্রেণির মানুষদের ৷ শুধু তাই নয় ৷ মন্দিরের পুরোহিত হিসেবে নিয়োগ করা হোক দলিতদের !
advertisement

হনুমান ‘বঞ্চিত এবং অনগ্রসর শ্রেণির মানুষ’! ভোটের প্রচারে নেমে এহেন বিতর্কিত মন্তব্য করে আইনি প্যাঁচে পড়েন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ অন্যদিকে যোগীর ফেলা ‘লুস-বল’ নিয়ে একের পর এক ‘বাউন্সার’ দিয়ে যাচ্ছে বিরোধী শিবির ৷ এবার হনুমানজি-কে বঞ্চিত বলার জেরে উত্তরপ্রদেশের দলিত সংগঠন ভীম আর্মি ফাউন্ডেশন-এর নেতা চন্দ্রশেখর আজাদের আক্রমণের মুখে পড়লেন যোগী আদিত্যনাথ ৷

advertisement

আরও পড়ুন:  উত্তরে হাওয়া, শীতের আমেজ ! এক ধাক্কায় তাপমাত্রার পতন, তবে কি শহরে জাঁকিয়ে শীত ?

রাজস্থানের আলোয়ারে জনসভা করছিলেন আজাদ ৷ সেখানেই উঠে আসে যোগীর প্রসঙ্গ ৷ তিনি বলেন, ‘যোগী আদিত্যনাথের দাবি হনুমান জঙ্গলে বাস করতেন ৷ তিনি ছিলেন একজন বঞ্চিত ও অনগ্রসর শ্রেণ্রি ৷ দেশের সব জাতিকে একত্র করতে নাকি বজরঙবালি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন ৷ এর প্রতিবাদে অনগ্রসর শ্রেণির সকলের উচিত হনুমান মন্দির দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া ৷’

advertisement

ইতিমধ্যেই বিতর্কিত মন্তব্য করার জেরে হিন্দুত্ববাদী রাজস্থান সর্ব ব্রাহ্মণ মহাসভা আদিত্যনাথকে আইন নোটিশ পাঠিয়েছে ৷ পাশাপাশি যোগীকে ক্ষমা চাওয়ারও নির্দেশ দিয়েছে ওই হিন্দুত্ববাদী সংগঠন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

প্রসঙ্গত, কিছু দিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন আজাদ। বছরখানেক আগে সাহারানপুরের রাজপুত বনাম অনগ্রসর শ্রেণির সংঘর্ষ হয় ৷ তাতে নেতৃত্ব দেওয়ার দায়ে গ্রেফতার করা হয়েছিল আজাদকে। অর্থাৎ অনগ্রসর-উচ্চবর্ণ লড়াই থেকেই তাঁর উত্থান!

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
হনুমান মন্দিরের পুরোহিত করা হোক অনগ্রসর শ্রেণির মানুষকে ! যোগীকে আক্রমণ আজাদের