১২ তারিখের এই ঘটনাটি প্রথমে আন্দাজ করা যায়নি৷ পরে ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ সেই ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন স্থানীয় মানুষ ওই যুবককে মারধর করছে৷ সেই কারণেই ওই যুবকের মৃত্যু হয় বলে খবর৷
মৃতের দিদি পুলিশে অভিযোগ দায়ের করে জানিয়েছে, স্থানীয় কয়েকজন লোক ঘিরে ধরে প্রথমে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছিলেন৷ তারপর কথায় কথায় তাঁরা জানতে পারেন, ওই যুবক দলিত৷ এরপরেই জনতা ক্ষেপে ওঠে৷ মারধর করতে শুরু করে৷ ঘটনার মাঝেই বোনকে একবার ফোনও করেন ওই যুবক৷ ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান পরিবারের সদস্যরা৷ তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয়৷ বাড়িতে আনার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় যুবকের৷
advertisement
ঘটনার পর সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 16, 2020 4:38 PM IST
