TRENDING:

Dalai Lama: আরও কত বছর বাঁচবেন? ৯০তম জন্মদিনের আগেই বিরাট ভবিষ্যদ্বাণী দলাই লামার

Last Updated:

সম্প্রতি নিজের উত্তরসূরি নিয়ে দলাই লামার করা মন্তব্যের জেরে ভারত এবং চিনের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে৷

advertisement
তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷ সেই আলোচনার মধ্যেই নিজের ৯০ তম জন্মদিনের আগে দলাই লামা জানিয়ে দিলেন তিনি আরও অন্তত তিরিশ থেকে চল্লিশ বছর বেঁচে থাকবেন৷
নিজের আয়ু নিয়েই ভবিষ্যদ্বাণী করলেন দলাই লামা৷ ছবি- পিটিআই
নিজের আয়ু নিয়েই ভবিষ্যদ্বাণী করলেন দলাই লামা৷ ছবি- পিটিআই
advertisement

দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ম্যাকলয়েডগঞ্জে প্রধান দলাই লামার মন্দিরে তাঁর দীর্ঘায়ু কামনা করে আয়োজিত একটি প্রার্থনা সভায় এমনই ভবিষ্যদ্বাণী করেছেন তিব্বতি আধ্যাত্মিক গুরু৷ চতুর্দশ দলাই লামা তেনজিং গ্যাতসোর ৯০তম জন্মদিন উদযাপিত হবে আগামিকাল, রবিবার৷ সেই অনুষ্ঠানের আগেই দলাই লামা জানিচয়েছেন, বোধিসত্ত্ব আভালোকিতেশ্বরার আশীর্বাদ যে তাঁর সঙ্গে আছে, তার স্পষ্ট ইঙ্গিত তিনি পেয়েছেন৷

advertisement

দলাই লামা বলেন ‘আমি যা যা ভবিষ্যদ্বাণী করেছি, তাতে আমার মনে হয়েছে আমার সঙ্গে আভালোকিতেশ্বরার আশীর্বাদ রয়েছে৷ এখনও পর্যন্ত আমার পক্ষে সেরা যেটুকু করা সম্ভব, সেটাই করেছি৷ আমি আরও তিরিশ থেকে চল্লিশ বছর বাঁচব বলে আশা করছি৷ আপনাদের প্রার্থনা ফল দিয়েছে৷’

তবে কিছুটা হতাশার সুরেই তিনি বলেছেন, ‘আমাদের দেশকে আমরা হারিয়েছি৷ আমাদের ভারতে এসে আশ্রয় নিতে হয়েছে৷ এখানেই আমি মানুষের যথেষ্ট উপকার করেছি৷ ধর্মশালায় যাঁরা থাকেন, তাঁদের ভাল করার চেষ্টা করেছি৷ যতদিন পারব, মানুষের উপকার করার চেষ্টা করব৷’

advertisement

সম্প্রতি নিজের উত্তরসূরি নিয়ে দলাই লামার করা মন্তব্যের জেরে ভারত এবং চিনের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে৷ চিনের বিদেশমন্ত্রী মাও নিং দাবি করেছেন, বেজিংয়ের অনুমোদন নিয়েই দলাই লামার উত্তরসূরি নির্বাচন হওয়া উচিত৷ তিব্বত সংক্রান্ত বিষয় নিয়ে ভারতকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি৷ তা না হলে দু দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়তে পারে বলেও নয়াদিল্লিকে সতর্ক করেছেন তিনি৷

advertisement

এর জবাবে ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, উত্তরসূরি নির্বাচন নিয়ে দলাই লামা যে সিদ্ধান্ত নেবেন এবং তিব্বতি বৌদ্ধ ধর্মে যা রীতি রয়েছে, সেটাই চূড়ান্ত বলে গণ্য করা হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

দলাই লামা জানিয়েছিলেন, ভারতে তাঁর প্রতিষ্ঠিত গাডেন ফোডরাং ট্রাস্টই তাঁর উত্তরসূরি নির্বাচন করবে৷ এ বিষয়ে বহিরাগত কোনও শক্তি হস্তক্ষেপ করতে পারবে না৷ দলাই লামার এই মন্তব্যের পরই চিনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Dalai Lama: আরও কত বছর বাঁচবেন? ৯০তম জন্মদিনের আগেই বিরাট ভবিষ্যদ্বাণী দলাই লামার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল