দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ম্যাকলয়েডগঞ্জে প্রধান দলাই লামার মন্দিরে তাঁর দীর্ঘায়ু কামনা করে আয়োজিত একটি প্রার্থনা সভায় এমনই ভবিষ্যদ্বাণী করেছেন তিব্বতি আধ্যাত্মিক গুরু৷ চতুর্দশ দলাই লামা তেনজিং গ্যাতসোর ৯০তম জন্মদিন উদযাপিত হবে আগামিকাল, রবিবার৷ সেই অনুষ্ঠানের আগেই দলাই লামা জানিচয়েছেন, বোধিসত্ত্ব আভালোকিতেশ্বরার আশীর্বাদ যে তাঁর সঙ্গে আছে, তার স্পষ্ট ইঙ্গিত তিনি পেয়েছেন৷
advertisement
দলাই লামা বলেন ‘আমি যা যা ভবিষ্যদ্বাণী করেছি, তাতে আমার মনে হয়েছে আমার সঙ্গে আভালোকিতেশ্বরার আশীর্বাদ রয়েছে৷ এখনও পর্যন্ত আমার পক্ষে সেরা যেটুকু করা সম্ভব, সেটাই করেছি৷ আমি আরও তিরিশ থেকে চল্লিশ বছর বাঁচব বলে আশা করছি৷ আপনাদের প্রার্থনা ফল দিয়েছে৷’
তবে কিছুটা হতাশার সুরেই তিনি বলেছেন, ‘আমাদের দেশকে আমরা হারিয়েছি৷ আমাদের ভারতে এসে আশ্রয় নিতে হয়েছে৷ এখানেই আমি মানুষের যথেষ্ট উপকার করেছি৷ ধর্মশালায় যাঁরা থাকেন, তাঁদের ভাল করার চেষ্টা করেছি৷ যতদিন পারব, মানুষের উপকার করার চেষ্টা করব৷’
সম্প্রতি নিজের উত্তরসূরি নিয়ে দলাই লামার করা মন্তব্যের জেরে ভারত এবং চিনের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে৷ চিনের বিদেশমন্ত্রী মাও নিং দাবি করেছেন, বেজিংয়ের অনুমোদন নিয়েই দলাই লামার উত্তরসূরি নির্বাচন হওয়া উচিত৷ তিব্বত সংক্রান্ত বিষয় নিয়ে ভারতকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি৷ তা না হলে দু দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়তে পারে বলেও নয়াদিল্লিকে সতর্ক করেছেন তিনি৷
এর জবাবে ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, উত্তরসূরি নির্বাচন নিয়ে দলাই লামা যে সিদ্ধান্ত নেবেন এবং তিব্বতি বৌদ্ধ ধর্মে যা রীতি রয়েছে, সেটাই চূড়ান্ত বলে গণ্য করা হবে৷
দলাই লামা জানিয়েছিলেন, ভারতে তাঁর প্রতিষ্ঠিত গাডেন ফোডরাং ট্রাস্টই তাঁর উত্তরসূরি নির্বাচন করবে৷ এ বিষয়ে বহিরাগত কোনও শক্তি হস্তক্ষেপ করতে পারবে না৷ দলাই লামার এই মন্তব্যের পরই চিনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷