জলের উপরে ভাসছে বাড়ি... মন বলল কাশ্মীর পাড়ি। আকাশ রঙের ক্যানভাস মেলে দেয়.. প্রতিদিন রঙের সঙ্গে তার খেলা.. ভূ-স্বর্গকে জলরঙা একটা ছবি উপহার দেয় সে..নামটি তার ডাল লেক... বারবার সে মুগ্ধ করে.. জলের গন্ধে প্রেমের কথা বলে যায়..
ডাল লেক মানেই পর্যটকের ভিড়। দেবদারু কাঠের হাউসবোটে পূর্ণিমার চাঁদ দেখা। ফুলে ফুলে সাজানো শিকারায় দিন কাটানো। কাশ্মীরে ৩৭০ ও ৩৫ A ধারা বাতিলের আগে থেকেই পরিস্থিতি থমথমে। কারফিউ আর একশ চুয়াল্লিশ ধারার চোখরাঙানিতে মন খারাপ ছিল ভূস্বর্গের সম্পদের। এখন কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক। শিথিল হয়েছে কারফিউ। ডাল লেকের মুখে হাসি ফুটছে ধীরে ধীরে। অশান্তি এড়াতে কড়া পাহারায় সিআরপিএফ।
advertisement
সোমবার ইদ আসছে। অশান্তি এড়াতে আগাম সতর্কতা নেওয়া হয়েছে। ডাল লেক ঘিরে বিকিকিনি জমছে ব্যবসায়ীদের। ঝলমলে ফোয়ারা আর হাজারো ঢেউ নিয়ে ডাল লেক এখন ইদের অপেক্ষায়।