advertisement
ভিডিওতে দেখা গিয়েছে বাসটি থামার পর নিজেই উঠে বাইক ঠিক করার পাশাপাশি ড্রাইভারের দিকে তাকিয়ে কিছু একটা বলেন ওই যুবক ৷ নেটিজেনরা প্রত্যেকেই ওই বাইক আরোহীকেই এর জন্য দোষ দিয়েছেন ৷ কারণ গোটা ঘটনায় বাস চালকের কোনও দোষই ছিল না ৷ তিনি সময়মতো বাসটি না থামালে যুবকের বাঁচার কোনও সম্ভাবনাই ছিল না ৷ ফলে ওই বাস ড্রাইভারের জন্যই প্রাণ ফিরে পেয়েছেন তিনি ৷ তাঁকে গালিগালাজ করার বদলে ধন্যবাদ জানানো উচিৎ যুবকের ৷
ওই যুবক তাঁর বাইক নিয়ে বেপরোয়াভাবে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনার পর যুবক নিজে উঠে দাঁড়ালেও তাঁর বাইক রাস্তা থেকে তুলে দিতে সাহায্য করেন স্থানীয় মানুষজন ৷ ঘটনাস্থলে যারা ছিলেন, প্রত্যেকেই যুবককে সাহায্য করতে এগিয়ে আসেন ৷ তবে এই দুর্ঘটনার ভিডিও সাংঘাতিক ৷ কী ভাবে ভাগ্যের জোরে তিনি প্রাণে বাঁচলেন, তা ভেবেই অবাক হচ্ছেন প্রত্যেকে ৷