TRENDING:

Dadake Bolo to start in Tripura: দিদিকে বলো-র ধাঁচেই ত্রিপুরায় দাদাকে বলো! মমতাকেই নকল করছেন বিপ্লব, খোঁচা তৃণমূলের

Last Updated:

২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হওয়ার পরই রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গে দিদিকে বলো কর্মসূচি শুরু হয় (Dadake Bolo to start in Tripura)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগরতলা: 'দিদিকে বলো'-র আদলে এবার ত্রিপুরায় শুরু হচ্ছে দাদাকে বলো৷ অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হেল্পলাইন ফোন করে নিজেদের সমস্যার কথা বলতে পারবেন ত্রিপুরার মানুষ৷ সরকারি ভাবে যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে বলো৷ আগামী ৬ সেপ্টেম্বর এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা৷ ১৯০৫-এই নম্বরে ফোন করে সমস্যার কথা জানানো যাবে৷
advertisement

২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হওয়ার পরই রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গে দিদিকে বলো কর্মসূচি শুরু হয়৷ সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ আরও নিবিড় করতেই এই উদ্যোগ নেওয়া হয়৷ দিদিকে বলো-র হেল্পলাইন নম্বরে ফোন করে উপকৃতও হন বহু মানুষ৷

২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন৷ ইতিমধ্যেই ত্রিপুরা দখলের লক্ষ্যে ঝাঁপিয়েছে তৃণমূল৷ বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে আমজনতার নানা ক্ষোভের কথাও সামনে আসছে৷ যে ক্ষোভগুলিকে কাজে লাগিয়েই ত্রিপুরায় নিজেদের জনভিত্তি আরও মজবুত করতে চাইছে পশ্চিমবঙ্গের শাসক দল৷ ফলে সময় থাকতেই ত্রিপুরাবাসীর সমর্থন ধরে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটলেন বিপ্লব দেব৷

advertisement

তৃণমূল কটাক্ষ করে বলছে, পশ্চিমবঙ্গের দিদিকে বলো কর্মসূচিকে নকল করেই ত্রিপুরাতেও একই পথে হাঁটছে সেখানকার বিজেপি সরকার৷ যদিও তৃণমূলের এই অভিযোগ মানতে নারাজ বিজেপি৷ ত্রিপুরা বিজেপি-র মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, 'এর সঙ্গে দিদিকে বলো কর্মসূচির কোনও সম্পর্ক নেই৷ মানুষের সামগ্রিক উন্নয়নে কোনও খামতি থাকলে দ্রুত যাতে সেই সমস্যা চিহ্নিত করা যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের পাল্টা কটাক্ষ, 'বিজেপি বুঝতে পারছে ত্রিপুরায় তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে এবং তৃণমূল আসছে৷ তৃণমূলের বিভিন্ন জনমুখী প্রকল্পকে নকল করে বিজেপি বাঁচার চেষ্টা করছে৷ দিদিকে বলোর বিপুল সাফল্য দেখেই এই পথে হেঁটেছে বিজেপি৷ ত্রিপুরাবাসীর কাছে আবেদন, নকল নেবেন কেন, আসলটা নিন৷ এই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত৷ নকলনবিশ বিজেপি-কে ত্রিপুরার মানুষ আর গ্রহণ করবে না৷'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Dadake Bolo to start in Tripura: দিদিকে বলো-র ধাঁচেই ত্রিপুরায় দাদাকে বলো! মমতাকেই নকল করছেন বিপ্লব, খোঁচা তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল