TRENDING:

সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি..., বিচারপতির এক প্রশ্নেই উঠল ঝড়, কী জিজ্ঞেস করলেন?

Last Updated:

DA Case News: সুপ্রিম কোর্টে আজ মঙ্গলবার ডিএ মামলার শুনানির শুরুতেই উঠল ঝড়। এদিন শুনানি শুরুর প্রথমেই বিচারপতি সঞ্জয় করোল সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন দুই পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে। আর তাতেই রীতিমতো শোরগোল পরে গেল কোর্ট রুমে। কী এমন জিজ্ঞেস করলেন বিচারপতি?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে আজ মঙ্গলবার ডিএ মামলার শুনানির শুরুতেই উঠল ঝড়। এদিন শুনানি শুরুর প্রথমেই বিচারপতি সঞ্জয় করোল সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন দুই পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে। আর তাতেই রীতিমতো শোরগোল পরে গেল কোর্ট রুমে। কী এমন জিজ্ঞেস করলেন বিচারপতি?
সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি
সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি
advertisement

বিচারপতি করোল বলেন, “মামলা শুরু আগে আমরা একটা বিষয় বুঝতে চাই, হাইকোর্টের অর্ডারে যে ফান্ডামেন্টাল রাইটের কথা বলা হয়েছে, সেটার ব‍্যপারে আমাদের একটু আপনাদের বক্তব‍্য জানান। আমরা বোঝার চেষ্টা করছি ডিএ-কে কি ‘ফান্ডামেন্টাল রাইটস’ বা ‘মৌলিক অধিকার’ বলার ক্ষেত্রে আপনাদের কোনও যুক্তি আছে আদৌ?

আরও পড়ুন: সোনা…সোনা…! ৩ একর জমিতে ৩০ লাখ আয়! ১ বছরেই ধনী করে দেবে এই ‘জিনিস’ চাষ, সোনালি দিন দেখলেন কৃষক!

advertisement

উত্তরে দু’পক্ষই স্পষ্ট জানিয়ে দেয়, ডিএ ‘মৌলিক অধিকার’ নয়। দু’পক্ষ নিজের নিজের যুক্তিতে এরপরেই সওয়াল শুরু করেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করোল এবং প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে ডিএ মামলার শুনানির শুরুতেই এই ইস্যুতেই সওয়াল জবাব চলে দু’পক্ষের।

আরও পড়ুন: ডিএ মামলার শুনানি…! কী হল আজ সুপ্রিম কোর্টে? রাজ্য সময় চাইতেই যা বলল শীর্ষ আদালত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাজ্যের তরফে পাল্টা দাবি করা হয় DA-কে কোনও মূল্যেই মৌলিক অধিকার বলা যায় না। রাজ্যের যুক্তি কর্মচারীদের ডিএ মৌলিক অধিকারের আইনি স্বীকৃতি নেই। এরপরেই পাল্টা কর্মচারী সংগঠনের আইনজীবী প্রশ্ন করেন, কেন্দ্র যদি দিতে পারে, রাজ্য কেন কেন্দ্রীয় হারে কর্মচারীদের ডিএ দেবে না? তখন রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন, এক-এক রাজ্যে ডিএ নির্ধারণের নিয়ম এক-এক রকম।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি..., বিচারপতির এক প্রশ্নেই উঠল ঝড়, কী জিজ্ঞেস করলেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল