Cyclone Dana(ঘূর্ণিঝড় দানা) Live Updates
ঘূর্ণিঝড়ের মোকাবিলা করার জন্য বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি হচ্ছে একাধিক রাজ্যে। বিপর্যয় মোকাবিলা দলের ৫৫টি দলকে তৈরি রাখা হয়েছে। এর মধ্যে ঝাড়খণ্ডে থাকছে ৯টি দল, পশ্চিমবঙ্গে ১৭টি দল, ওড়িশা ২০টি দল, অন্ধ্রপ্রদেশে মোতায়েন করা হচ্ছে ৯টি দল এবং ছত্তীসগড়ে থাকছে ১টি দল। যদিও ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং ওড়িশায়।
advertisement
আরও পড়ুন: কলকাতায় কত থাকবে ঝড়ের গতি? দানার কেমন প্রভাব পড়বে পাশের জেলাগুলিতে? বিরাট আপডেট
আবহাওয়া দফতর সূত্রে খবর ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ১২০ কিলোমিটার। বর্তমানে সাগর থেকে ৬০০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় দানা।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় দানার জের! শিয়ালদহ বিভাগে বাতিল হতে চলেছে বহু লোকাল ট্রেন, বিরাট আপডেট
ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে কোথাও আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর। ওড়িশা সরকার ইতিমধ্যেই ১০ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও তাদের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়েছে।