TRENDING:

CRPF Jawan Pakistani Wife Controversy: পাকিস্তানিকে বিয়ে করে চাকরি গেল, এবার মুখ খুললেন সেই সিআরপিএফ জওয়ান! বিস্ফোরক দাবি

Last Updated:

এ বছরের ২৮ ফেব্রুয়ারি ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন মুনিরের স্ত্রী মেনাল৷ গত ২২ মার্চ তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জম্মু: গোপনে পাকিস্তানি মহিলাকে বিয়ে করার অভিযোগে বিএসএফ তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছে৷ চাকরি হারানোর পর এবার মুখ খুললেন অভিযুক্ত সিআরপিএফ জওয়ান মুনির আহমেদ৷ তাঁর দাবি, সিআরপিএফ সদর দফতর থেকে অনুমতি পাওয়ার পরই গত মাসে আনুষ্ঠানিক ভাবে পাকিস্তানি তরুণী মেনাল খানকে বিয়ে করেন তিনি৷
নিজের পাকিস্তানি স্ত্রী মেনালের সঙ্গে বরখাস্ত হওয়া সিআরপিএফ জওয়ান মুনির আহমেদ৷ File Photo
নিজের পাকিস্তানি স্ত্রী মেনালের সঙ্গে বরখাস্ত হওয়া সিআরপিএফ জওয়ান মুনির আহমেদ৷ File Photo
advertisement

জম্মুর ঘারোটা এলাকার বাসিন্দা মুনির ২০১৭ সালে সিআরপিএফ-এ যোগ দেন৷ তিনি জানিয়েছেন, চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্তকে তিনি চ্যালেঞ্জ করবেন৷ মুনিরের আশা, তিনি ন্যায়বিচার পাবেন৷

মুনিরের বিরুদ্ধে অভিযোগ, তথ্যগোপন করে তিনি একজন পাকিস্তানি নাগরিককে বিয়ে করেছেন৷ শুধু তাই নয়, স্ত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও নিজের স্ত্রীকে ভারতে রেখে দেন তিনি৷ তিনি যা করেছেন, তা জাতীয় নিরাপত্তা এবং চাকরির শর্তের পরিপন্থী বলেই দাবি করে সিআরপিএফ৷

advertisement

আরও পড়ুন: জগন্নাথ ধাম নামকরণে আপত্তি, পুরীর নিম কাঠেই দিঘায় বিগ্রহ? তদন্তের নির্দেশ ওড়িশা সরকারের

যদিও সংবাদসংস্থা পিটিআই-কে মুনির জানিয়েছেন, ‘সংবাদমাধ্যমে খবর থেকেই চাকরি থেকে বরখাস্ত হওয়ার কথা জেনেছি৷ তার পরে একটি সংক্ষিপ্ত চিঠির মাধ্যমে আমাকে সিআরপিএফ-এর পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়৷ চাকরি হারানোর কথা জেনে আমি এবং আমার পরিবার স্তম্ভিত৷ কারণ সদর দফতর থেকে অনুমতি পাওয়ার পরই আমি পাকিস্তানি নাগরিককে বিয়ে করেছি৷’

advertisement

মুনির আরও জানিয়েছেন, চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার আইনি সাহায্য নেবেন তিনি৷ আদালতেও মামলা করবেন৷ আত্মবিশ্বাসী মুনির বলেন, ‘ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আমি নিশ্চিত৷’

গতকালই সিআরপিএফ-এর পক্ষ থেকে মুনির আহমেদকে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়৷ অনলাইনে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা মেনাল খানের সঙ্গে প্রায় দু বছর আগে পরিচয় হয় মুনিরের৷ এর পর সম্পর্ক তৈরি হয় তাঁদের মধ্যে৷ গত বছর ২৪ মে ভিডিও কলের মাধ্যমে তাঁদের নিকাহ সম্পন্ন হয়৷

advertisement

এ বছরের ২৮ ফেব্রুয়ারি ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন মুনিরের স্ত্রী মেনাল৷ গত ২২ মার্চ তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে যায়৷ যদিও মেনালের স্ত্রী দীর্ঘমেয়াদি ভিসার আবেদন করায় জম্মু কাশ্মীর হাইকোর্ট তাঁকে পাকিস্তানে ফেরত পাঠানোর প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ জারি করে৷ দীর্ঘমেয়াদি ভিসার আবেদন করে মুনির এবং তাঁর স্ত্রী যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন৷ ইন্টারভিউও দেন তাঁরা৷

advertisement

মুনিরের দাবি, বিয়ের পর যাবতীয় নথি, তাঁর এবং তাঁর বাবা-মায়ের হলফনামা, স্থানীয় পঞ্চায়েত প্রধানের হলফনামা, জেলা উন্নয়ন পর্ষদের হলফনামা যথাযথ নিয়ম মেনে তিনি সিআরপিএফ কর্তৃপক্ষকে জমা দিয়ে বিয়ের কথা জানান৷ তখন তাঁকে ঊর্ধবতন কর্তৃপক্ষ জানিয়েছিল, বিয়ের জন্য এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার কোনও সংস্থান সিআরপিএফ-এ নেই৷ কিন্তু যেহেতু তিনি সব নথি জমা দিয়েছিলেন, তাই মুনির ভেবেছিলেন পাকিস্তানি নাগরিককে বিয়ে করলেও কোনও সমস্যা নেই৷

মুনিরের দাবি, ‘২০২২ সালের ৩১ ডিসেম্বর প্রথমবার আমি বিয়ে করার পরিকল্পনার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই৷ তখন আমাকে পাসপোর্ট, বিয়ের কার্ড, হলফনামা সহ কিছু নথি জমা দিতে বলা হয়৷ আমি সে সমস্ত কিছু জমা দেওয়ার পর ২০২৪ সালের ৩০ এপ্রিল আমাকে সদর দফতর থেকে বিয়ের করার জন্য অনুমতি দেওয়া হয়৷’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার৷ তখনই মুনিরের বিয়ের বিষয়টি সামনে আসে৷

বাংলা খবর/ খবর/দেশ/
CRPF Jawan Pakistani Wife Controversy: পাকিস্তানিকে বিয়ে করে চাকরি গেল, এবার মুখ খুললেন সেই সিআরপিএফ জওয়ান! বিস্ফোরক দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল