অরুণাবেন নাটুভাই যাদব নামে ওই মহিলা কচ্ছের আঞ্জার পুলিশ স্টেশনে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে, ২৫ বছর বয়সি অরুণাবেন এবং তাঁর সঙ্গীর মধ্যে আঞ্জারে তাঁদের বাড়িতে ঝগড়া হয়। এই সময় অরুণাবেন দিলীপের মা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ।
advertisement
“বাদানুবাদ ক্রমশ এতটাই বেড়ে উত্তপ্ত হয়ে যায় যে, দিলীপ রাগে অরুণাবেনকে শ্বাসরোধ করে হত্যা করেন,” আঞ্জার বিভাগের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিআইএসপি) মুকেশ চৌধুরী জানিয়েছেন সংবাদমাধ্যমকে। অভিযুক্ত দিলীপ কর্মরত মণিপুরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে। তাঁর সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন অরুণাবেন। পুলিশ জানিয়েছে, তাঁরা দু’জনেই বিয়ের পরিকল্পনা করছিলেন।
তাঁদের প্রথম আলাপ হয় ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে। প্রেম গাঢ় হওয়ার পর বেশ কয়েক বছর লিভ ইন করেছিলেন, প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে। বর্তমানে এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে।